Breaking News
Home / NEWS / নানান কর্মসূচি অনুষ্ঠানে পরিপূর্ণ ছিলো আজকের বইমেলা প্রাঙ্গন ।

নানান কর্মসূচি অনুষ্ঠানে পরিপূর্ণ ছিলো আজকের বইমেলা প্রাঙ্গন ।

২৩.০৩.১৩ // রাজেশচন্দ্র দেবনাথ :: গতকাল কবি দিব্যেন্দু নাগ-এর মৃত্যুর পর বইমেলার কবি-শিল্পীদের মন ছিলো বিষণ্ন । তথাপি বইমেলার ভিড় ছিলো চোখে পড়ার মতো । নানান কর্মসূচি অনুষ্ঠানে পরিপূর্ণ ছিলো আজকের বইমেলা প্রাঙ্গন । ছিলো কবিসম্মেলন ও বইপ্রকাশের নানান অনুষ্ঠান । সকাল ১১ টায় সুকান্ত একাডেমিতে জ্ঞানবিচিত্রা ও বুক ওয়ার্ল্ড-এর সর্বমোট ১৮ টি বই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় । অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার । সন্ধ্যা ৬ টায় আগরতলা প্রেস ক্লাব-এ জ্ঞানবিক্ষণ প্রকাশনার বেশ কয়েকটি প্রকাশিত হয় । আগামীকালও আছে আমন্ত্রিত কবিদের কবিতাপাঠ কবিসম্মেলন অনুষ্ঠানে ।

Check Also

আগরতলা বইমেলার ৪র্থ দিন

রাজেশচন্দ্র দেবনাথ :: ২০ তারিখ ছিল আগরতলা বইমেলার ৪র্থ দিন । দিন যত যাচ্ছে মেলায় …

আগরতলা বইমেলার ৩য় দিন

১৯.০৩.২০১৩ :: আজ ছিল আগরতলা বইমেলার ৩য় দিন । মেলার প্রথম থেকে বইপ্রেমীদের ছিল উপচে …