Breaking News
Home / blog / মধ্যে

মধ্যে

যানা এবং না যানার মধ্যে
কেবল ‘আমি’ কেই বিলুপ্ত করি না ।
ঠিক যে ভাবে । তোমার দৈনিন্দ কার্যকলাপ
আমাকে শুধুমাত্রর জঞ্জাল পতিপন্ন করে ।
তুমি যা দেখছ এবং যা করছ । আমি ।
ঠিক তার বীপরিত ।
পরস্পর । পরস্পরে বীপরিত থেকে ।
পরস্পরকে উপলব্ধি করছিনা ।
আসলে তুমি । আর । আমির ।
বীপরিত সাপেক্ষ হীন ।…….অনন্ত ।

Check Also

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট '৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট ‘৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা। নিরদ মজুমদার-এর ১ টি রিপোর্ট —————————————————————— তোমাদের তীর্থ দেখে এলে?তীর্থদর্শন আমি …

কবি সম্মেলন ও 'নিনি' পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

কবি সম্মেলন ও ‘নিনি’ পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

নিজস্ব প্রতিবেদন,বহরমপুর,১৯-০৩-২০১৮ ॥ ১৮ মার্চ বহরমপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল কবি সম্মেলন অনুষ্ঠান।বহরমপুরে কবি …

2 comments

  1. Rajesh chandra Debnath

    Darun.valo laglo dada

  2. Tarak babu, Banan niye khub beshi pariksha niriksha hoye jachche na ki ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *