Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / মহাপ্রস্থানের সীমানায় ।

মহাপ্রস্থানের সীমানায় ।

তারক দোলই

বৃদ্ধা পিসিমার পাশে বসলেই,
দুপুর রামযাত্রা ।
বাক্সীর হাট । পাটালি গুড়ের
সন্দেশ ।
কাঁথা । ভাঙা মাদুর ।
বাঁশের মাচা ।
টিনের চালের উপর দিয়ে ডানার
স্রোত ।
চালের কাঁকর বাছাকালীন, কার
কণ্ঠ অনবরত সোনাচ্ছে………
”টুকি, একটি রুপকথার মেয়ে”
ভিজতে থাকা অ্যাক গ্রুশ
বাচ্চা ।
উজ্বল থেকে…………তপ্ত
সূর্য………মহাপ্রস্থানের
সীমানায় ।

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …