Breaking News
Home / NEWS / আজকের কথা / আজকের কথা : ডিসেম্বর ১৪

আজকের কথা : ডিসেম্বর ১৪

মৃত্যু:কুমুদরঞ্জন মল্লিক

প্রখ্যাত কবি কুমুদরঞ্জন মল্লিক জন্মগ্রহণ করেন ১৮৮৩ সালের ৩ মার্চ বর্ধমানে। বাবার নাম পূর্ণচন্দ্র মল্লিক। ১৯০৫ সালে সাফল্যের সঙ্গে তিনি বিএ পাস করেন। এ জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘বঙ্কিমচন্দ্র গোল্ডমেডেল’ পুরস্কারে ভূষিত হন। ম্যাথরূন স্কুলে শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু। ১৯৩৮ সালে এখান থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসরগ্রহণ করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই স্কুলেই তাঁর ছাত্র ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যথেষ্ট প্রভাব ছিল তাঁর লেখায় । একই সঙ্গে বৈষ্ণব মতবাদও তাকে প্রভাবিত করেছিল। উজানি, বনতুলসি, শতদল, একতারা, বীথি, বনমল্লিকা, নূপুর, রজনীগন্ধ্যা, অজয়, স্বর্ণসন্ধ্যা প্রমুখ তাঁর সমৃদ্ধ সাহিত্যকর্ম। জগত্বারিনি গোল্ডমেডেল পদ্মশ্রী পুরস্কার লাভ করেন তিনি। তিনি ১৯৭০ সালের ১৪ ডিসেম্বর পরলোকগমন করেন ।

Edi:SRoy

Check Also

আজ ও আজকের কথা

আজ ১৯ আষাঢ় ১৪২০ |৪ জুলাই ২০১৩ | বৃহস্পতিবার মৃত্যুঃ ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ / স্বামী বিবেকানন্দ …

আজ ও আজকের কথা

আজ ১৮ আষাঢ় ১৪২০ |৩ জুলাই ২০১৩ | বুধবার জন্মঃ আজিতকৃষ্ণ বসু মৃত্যুঃ স্বর্ণকুমারী দেবী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *