Breaking News
Home / MANIFESTO / যা বলছি । আজ । / যা বলছি । আজ । (৭)

যা বলছি । আজ । (৭)

সাফল্যের সাথে পূর্ণ হচ্ছে সাতদিন || এখন থেকে বাংলাসাহিত্যের প্রত্যেকটা দিন আমাদের । রাজত্ব করবো । আমরাই । ২৪ ঘন্টা । ৩৬৫ দিন । এরকমই চলবে ।

আমার প্রিয় বন্ধুগন !

আজ সপ্তমদিনের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি । ‘আজকের যা বলছি । আজ ।’ একটু অন্যরকমভাবে উপস্থাপিত হোক । এমনই বাসনা । ঘটনা হল : আজ সকালে আমার সাথে কথা বলে আই-সোসাইটির ফেসবুক স্টেটাস-এ অনিন্দিতা পোস্ট করলো :

———————-
রাত ১২ টা পেরোলেই । পড়তে হবে । পড়তেই হবে ।

৭.১২.১২-র আয়োজনে :: c-কবিতা / চ্যাট-কবিতায় মধ্যরাতের তিন নক্ষত্র বিভাবসু দিলিপ বাইন ও সৌমিত্র রায়

না পড়লে । পিছিয়ে পড়তে হবে ।
———————–

তো পোস্টটি পড়ে আমি তো রীতিমত আনন্দিত ! আমার তো নিজেকে ও আমার বন্ধুবান্ধবদের নক্ষত্র ভাবতেই বেশ লাগে । যারা ফেসবুকের আকাশে মাঝরাতে সবুজ আলো হয়ে জ্বল জ্বল করে । দাপাদাপি করে কবিতার সাম্রাজ্যে । আলোকিত করে কবিতা উদ্ভাবনী চিন্তাচেতনায় । তারা তো নক্ষত্র-ই ! কিন্তু কবি তো স্বাচ্ছন্দ্য কবিতাতেই । বিশেষণে কী যায় আসে !!!

চলুন ! সাতসকালে ফেসবুক কথনে যে কথাগুলি উঠে এলো । পাঠ করি সেই চ্যাট……….

::::::::::::::::::::::::::::::::::::

দিলিপ বাইন :

নক্ষত্র..! কী লিখছ ?

সৌমিত্র রায় :

star star star
erakom-i cholbe…

দিলিপ বাইন :

কেন? এসব কবিদের জন্য কেন?

সৌমিত্র রায় :

kobira ratt bireter nengti idur noy . tarai ei prithibir asol muldhon.
ha… ha… ha…

দিলিপ বাইন :

কবি…কবিও, তার অন্য বিশেষণ কী প্রয়োজন?

সৌমিত্র রায় :

kobira sommanita hole prithibi khusi hoy. amader dom achhe lekhar. odhikar achhe.

দিলিপ বাইন :

যা বোঝ…

সৌমিত্র রায় :

রাজার মতো বাঁচবো. মাঝ আকাশের সব চেয়ে উঁচু তারার মতো আলো ছড়াবো. শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন দেখবো. আনন্দময় জীবন……

দিলিপ বাইন :

বাববা, কবি না রাজা। কোন দেশে গো…

সৌমিত্র রায় :

আগেকার দিনে রাজারা কবিদের পৃষ্ঠপোষকতা করতো. রাজ কবি ছিলো. এখন তো কবিদের কথা মন্ত্রীরাও ভাবে না.

দিলিপ বাইন :

তাদের সেই বোধ কই?

সৌমিত্র রায় :

আমি যতদিন বাঁচবো… সব ধারণা… সব ব্যাকরণ… পাল্টে দেবো…. তুমি দেখে নিও.

দিলিপ বাইন :

লাইক লাইক

সৌমিত্র রায় :

প্রমাণ হবে কবিরাই শ্রেষ্ঠ
রজতেন্দ্র-দার মন্তব্য মনে আছে ? কবিদের নাকি অনেক ভেবে চিনতে পোশাক পরতে হয়. সাফারি কেনো ?
হয়তো দাড়ি রাখতে হয়..
পাঞ্জাবি পরতে হয়
খেপা খেপা লাগলে কী খুব ভালো প্রেসেন্টেসন হয় নিজেকে … কে জানে ?

সৌমিত্র রায় :

ভালো লেখতে হবে এটাই বড় কথা…
কবিরা যেন করুনার পাত্র হয়ে বেঁচে থাকার জীবন নিয়ে জন্মায় !! অবাক ব্যাপার….

দিলিপ বাইন :

জিও…

সৌমিত্র রায় :

আমার হাসি পায় … যখন কেউ লেখে … মদ না খেলে ভালো কবিতা আসবে কী করে ?
কবিরা মদ খাবে. উল্টো পাল্টা জায়গায় যাবে. ছেঁড়া পাঞ্জাবি পরবে….

দিলিপ বাইন :

ওটা তো সুনীল দের সময়ের ট্রেন্ড…

সৌমিত্র রায় :

কারো নাম করছি না….
কবিতা লেখতে গেলে …. লেখতে হবে .. এটাই শর্ত …

দিলিপ বাইন :

কবি লিখবে, তার কাজই তাই।

সৌমিত্র রায় :

এখানেই ইতি… অফিস যাবো. আর এটাই ৭ তারিখের সম্পাদকীয় ….

দিলিপ বাইন :

টা টা…

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

তো আজ এপর্যন্তই । ভালো থাকুন সকলে ।

|| শান্তি ||

সৌমিত্র

আজ ডিসেম্বর ৭ ২০১২ | অগ্রহায়ণ ২১ ১৪১৯ | শুক্রবার | আজ সারাদিন | ভালো কাটুক |

Check Also

যা বলছি । আজ । (৩১)

আজ ডিসেম্বর ৩১ ২০১২ | পৌষ ১৫ ১৪১৯ | সোমবার | সারাদিন.. আনন্দে থাকুন… ভালো …

যা বলছি । আজ । (৩০)

আজ ডিসেম্বর ৩০ ২০১২ | পৌষ ১৪ ১৪১৯ | রবিবার | সারাদিন.. আনন্দে থাকুন… ভালো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *