Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / ভুল, ভুল অজশ্র

ভুল, ভুল অজশ্র

তারক দোলই

পাখি সাবক প্রথম যখন ডানা ভাসায়
কই তখন তাকে তো কেউ বলেনা …….. ,
আমি একবারি ট্রাফিক আইন ভেঙে ছিলাম
ঠিক বিপরীতে রক্তে ভাসছিল ফুটপাত
নিজেকে অনুবাদ করতে গিয়ে ………………..ভুল, ভুল অজশ্র
আমি আজও যানিনা
স্নেহ স্পর্ষে কী করে বোঝে মা…………..শিশুর ভাষা ।

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *