Breaking News
Home / NEWS / আজকের কথা / আজকের কথা : ডিসেম্বর ৫

আজকের কথা : ডিসেম্বর ৫

মৃত্যু: অবনীন্দ্রনাথ ঠাকুর, ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়

অবনীন্দ্রনাথ ঠাকুর

১৮৭১ সালে প্রখ্যাত শিশুসাহিত্যিক ও চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহন করেন কলকাতার জোড়াসাঁকোয় । তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো । চিত্রশিল্পে যেমন তিনি অসামান্য অবদান রেখেছেন , তেমন তাঁর চিরস্মরনীয় অবদান শিশুসাহিত্যেও । ১৯৫১ সালে ৫ ডিসেম্বর তিনি প্রয়াত হন ।
————————————

ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়

বাংলা সমালোচনা সাহিত্যে মার্কসীয় নন্দনতত্ত্ব প্রয়োগের পুরোধাপুরুষ ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়-এর জন্ম ১৮৯৪-এ । হুগলির চাতরা-শ্রীরামপুরে । ছদ্মনাম যুধিষ্ঠির । তিনি ছিলেন মূলত প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক । সবুজপত্র ও পরিচয় গোষ্ঠীর অন্যতম লেখক ছিলেন তিনি । ১৯৬১ সালের ৫ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর ।

Edi:SRoy

Check Also

আজ ও আজকের কথা

আজ ১৯ আষাঢ় ১৪২০ |৪ জুলাই ২০১৩ | বৃহস্পতিবার মৃত্যুঃ ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ / স্বামী বিবেকানন্দ …

আজ ও আজকের কথা

আজ ১৮ আষাঢ় ১৪২০ |৩ জুলাই ২০১৩ | বুধবার জন্মঃ আজিতকৃষ্ণ বসু মৃত্যুঃ স্বর্ণকুমারী দেবী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *