Breaking News
Home / NEWS / আজকের কথা / আজকের কথা : ডিসেম্বর ৩

আজকের কথা : ডিসেম্বর ৩

মৃত্যু:মানিক বন্দোপাধ্যায়, বিষ্ণু দে

মানিক বন্দোপাধ্যায়

প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দোপাধ্যায় – এর জন্ম ১৯০৮ সালে, সাঁওতাল পরগনার দুমকা শহরে । ভালো নাম প্রবোধকুমার বন্দোপাধ্যায় । তিনি তাঁর ডাকনাম মানিক নামেই লেখালেখির শুরু করেন, পরবর্তীকালে এই নামেই পরিচিত হন । উপন্যাস ও গল্প মিলিয়ে তাঁর গ্রন্থ সংখ্যা প্রায় ষাট । প্রয়াণ ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর ।
——————————————————-

বিষ্ণু দে

তিরিশের দিকপাল কবি বিষ্ণু দে-র মৃত্যু ১৯৮২ সালের ৩ ডিসেম্বর ।

Edi:SRoy

Check Also

আজ ও আজকের কথা

আজ ১৯ আষাঢ় ১৪২০ |৪ জুলাই ২০১৩ | বৃহস্পতিবার মৃত্যুঃ ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ / স্বামী বিবেকানন্দ …

আজ ও আজকের কথা

আজ ১৮ আষাঢ় ১৪২০ |৩ জুলাই ২০১৩ | বুধবার জন্মঃ আজিতকৃষ্ণ বসু মৃত্যুঃ স্বর্ণকুমারী দেবী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *