Breaking News
Home / MANIFESTO / যা বলছি । আজ । / যা বলছি । আজ । (১)

যা বলছি । আজ । (১)

যা বলছি । আজ । (১)

এখন থেকে বাংলাসাহিত্যের প্রত্যেকটা দিন আমাদের । রাজত্ব করবো । আমরাই । ২৪ ঘন্টা । ৩৬৫ দিন । এরকমই চলবে । – সৌমিত্র রায়
এখন থেকে বাংলাসাহিত্যের প্রত্যেকটা দিন আমাদের । রাজত্ব করবো । আমরাই । ২৪ ঘন্টা । ৩৬৫ দিন । এরকমই চলবে ।
রাজেশ, অনলাইনে আছি…… আজ ডিসেম্বর ১, ২০১২ …. অগ্রহায়ণ ১৫ ১৪১৯…..
তরুণতম কবি রাজেশচন্দ্র দেবনাথ এখন সুস্থ হয়ে ভেলোর থেকে ফিরছে ।
মোবাইল ফেসবুকে এইমাত্র শুভেচ্ছা জানালো ।
এই মুহুর্তে iSociety অনলাইন সেলিব্রেশনে আছেন দিলিপকুমার বাইন বিভাবসু পার্থসারথী গোস্বামী পীযুষকান্তি পৈড়া দুখানন্দ মণ্ডল…. অনেকে । অনেকে ।
এখন প্রকাশিত হল বাংলাসাহিত্যের প্রথম অনলাইন দৈনিকের নবপর্যায় প্রথম সংখ্যা ।
বড় আনন্দের মুহুর্ত !!!!!!!! এই সুযোগে একটু গল্প করি । কিছু বলার লোভ হচ্ছে… বলে নিই ।

আমার অনলাইন যাপন শুরু নব্বই-এর শেষদিকে । দিনের বেলা বাবার অফিসে কেন্দ্রীয় সরকারের ছাপাখানায় (সাঁতরাগাছিতে)শিক্ষানবিশি করতাম । সন্ধ্যায় কলেজ । আর সুযোগ পেলেই শিয়ালদহে একটি ইন্টারনেট কাফেতে গিয়ে মাঝেমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক রেডিও-র ওয়েবসাইট গুলো দেখতাম । অবাক বিস্ময়ে দেখতাম । নিজে কিছুই পারতাম না । একজন দাদা অপারেট করতেন । আমি বসে বসে দেখতাম । স্বাভাবিকভাবেই আমার সময়ে তো তাঁর বেশিরভাগ দিন সময় হয়ে উঠতো না । বলতেন ‘এই সময় এসো’ ‘ ওই সময় এসো ‘ ।.আমি সময় সুযোগ মতো যেতাম । অবাক বিস্ময়ে তিনিও উপভোগ করতেন । বলতেন… জার্মানিতে বাংলা … তোমার নাম এখানে ! শ্রীলংকা সৌদিআরবে বাংলা … বেশ বেশ তুমিও আছো দেখছি । তখন তো চীন জাপান রাশিয়া … পৃথিবীর প্রায় চল্লিশটি দেশ থেকে নিয়মিত চিঠি আসে আমার ঠিকানায় । একদিন তিনি নিজেই মাউস ধরা শিখিয়ে দিলেন । তাঁর কাস্টমারের ভিড় থাকা সত্ত্বেও গাইড করতে থাকলেন …।. তাঁর মূল্যবান সময় দিতে থাকলেন আমাকে । বলেছিলেন একদিন ভালো করে খায়াও…।. হয়তো খাইয়েছিলাম মনে নেই । তবে তাঁরাই আমাকে খাওয়াতেন নিয়মিত । এখন ভাবতে অবাক লাগে ইন্টারনেটের ঘন্টা চুক্তি ছাড়া একটাকাও বেশি নেননি কোনদিন । কিন্তু কেন ?
কারণ আজকের দিনেও বলা বাহুল্যমাত্র : পৃথিবীতে ভালোবাসায় শ্রেষ্ঠ !
সেই মাউস ধরার পর থেকেই আমি একটু একটু করে অনেক কিছু শিখলাম । Yahoo তে ই-মেল একাউন্ট । চ্যাট । সেই সময় থেকে কতগুলি যে সাব-ডোমেন ওয়েবসাইট বানিয়েছি … মনে নেই ! অত:পর দূরসংকেত / ২০০৫-এ Infolit-তথ্যসাহিত্য … iSociety..।. আমরা যে কথাগুলি বলতে চাইছি সেসব… বলেছি । বলছি । নিয়মিত বলে যাবো ।

* এটা আধুনিক যুগ নয় । পোস্টমডার্ন বা উত্তরাধুনিক / অধুনান্তিক নয় । নতুন নয় । এটা তথ্যপ্রযুক্তির যুগ । এই যুগ – i-যুগ
* এই সময়ের নতুন নতুন বৈশিষ্ট সম্পন্ন সাহিত্য > i-সাহিত্য

***********************************************
Infolit-তথ্যসাহিত্য -এ আমরা ঘোষণা করেছিলাম

* বানানের খবরদারির যুগ শেষ ।
* ব্যাকরণের খবরদারির যুগ শেষ ।
* সম্পাদক বা প্রকাশকের খবরদারির যুগ শেষ ।
লেখার মান বিচারের ভার থাকুক শুধুমাত্র পাঠকের । এখনকার সোস্যাল নেটওয়ার্ক কী বলছে ?
* আধুনিকরা কেন্দ্রকে প্রাধান্য দিতেন / উত্তরাধুনিকরা প্রাধান্য দেওয়ার কথা বলেছেন প্রান্তিককে । আমরা i-যুগের ছেলে মেয়ে । আমাদের এসব মাথায়ই আসে না । আমাদের কাছে ‘প্রাধান্য’ ‘ব্রাত্য’ ভাবনাটাই ব্রাত্য ।
* দিনাতিপাতের যা কিছু সবই উঠে আসে আমাদের লেখায় । অনায়াসেই ।
* ‘চ্যাট মোড’ লিখনরীতি এনে একধাপ এগিয়ে নিয়ে গেছি বিশ্বভাষার লিখনরীতি । সহজ করতে চেয়েছি ।

*************************************************************

* বিশ্বে প্রথম কবিতার মোবাইল পত্রিকা ePoems(Edi:SRoy) শুরু করে প্রমান করেছি সাহিত্যে তথ্যপ্রযুক্তির সর্বসাম্প্রতিক সুবিধাগুলি কাজে লাগানো সম্ভব । অনেকেই গেলো গেলো… রব তুলেছিলেন । এখন তাঁরা কী বলছেন ?

* সাহিত্যেও এসে গেলো 2G । iSociety : 2G । জেনে রাখুন 3G খুব বেশি দূরে নেই ।

বিস্তারিত জানতে প্রতিদিন চোখ রাখুন www.isociety.co.in -এর পাতায় । কয়েকদিন আগে ফেসবুকের দেওয়ালে লিখলাম….

কবির – বসার মাদুর…. লেখার টেবিল…. বিছানা…. বইপত্র .. এমনকি সম্পাদিত ওয়েবসাইট… হতে পারে এলোমেলো ! অগোছালো ! – এসব মেনে নেওয়া , মানিয়ে নেওয়া … কবির সংসার … কবিতার জগত …

জানি না কত দ্রুত ওয়েবপেজ-এ ফাঁকা স্থান গুলো আমার আগের ওয়েব থেকে তুলে এনে ভরে ফেলতে পারবো !
****************************************************************************************

সকলকে শুভেচ্ছা ।
উপভোগ করতে থাকুন আমাদের আজকের আয়োজন ।
এখন থেকে আমাদের সাথে থাকুন । প্রতিদিন । আমন্ত্রণ রইলো ।
সৌমিত্র

আজ ডিসেম্বর ১ ২০১২ | অগ্রহায়ণ ১৫ ১৪১৯ | শনিবার | iSociety দিবসের শুভেচ্ছা সকলকে… | ভালো কাটুক সবার | আজকের সারাদিন |

Check Also

যা বলছি । আজ । (৩১)

আজ ডিসেম্বর ৩১ ২০১২ | পৌষ ১৫ ১৪১৯ | সোমবার | সারাদিন.. আনন্দে থাকুন… ভালো …

যা বলছি । আজ । (৩০)

আজ ডিসেম্বর ৩০ ২০১২ | পৌষ ১৪ ১৪১৯ | রবিবার | সারাদিন.. আনন্দে থাকুন… ভালো …

One comment

  1. এই মহৎ প্রচেষ্টার অংশীদার হোতে পেরে আমি নিজেকে ধন্য মোনে কোরছি। বাঙলা ভাষা ও বাঙালির কাছে আজকের দিনটা গর্বের হয়ে থাকবে। সৌমিত্র এবং আর যারা এই দৈনিকের সঙ্গে যুক্ত তাদের সকলকে আমার শ্রদ্ধা আর ভালোবাসা। আমরা যে উত্তর ইতিহাসের কথা বলি তার অন্যতম একটি প্রবণতা এই ভার্চুয়াল বা অলীক জগত। এই জগতকে যে অবহেলা কোরবে সেই পড়ে থাকবে বস্তাপচা অতীতে। তাঁদের কথা আমাদের না ভাবলেও চোলবে। চলো এগিয়ে চলো iসোসাইটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *