Breaking News

মেকআপ কথা

~: অনন্যা সিংহ-এর কবিতা :~

কাঠবিড়ালি হতে হলে কি

দাঁড়িপাল্লার প্রয়োজন হয়?

তোমার কথা মনে পড়ানো কসমেটিক্সরা

এখন হামাগুড়ি দিতেই ব্যস্ত ।

কচুর লতি যে ভাব জমাচ্ছে

খয়েরি নেলপালিশের সাথে ।

পা টিপে টিপে বৃষ্টি নিচ্ছে বিদায়

মাপা ধানের গোলা আগলে ।

ব্যাঙ ঝি ঝি দের রক কনসার্ট

আর মান্থলি কাটার ভিড় টপকে

ট্রেনে উঠল দই-পেপসি ।

কাঠপিঁপড়েও ভাগ বসাতে চায়

উপচে পড়া ধানের দুধে ।

~: অনন্যা সিংহ-এর কবিতা :~

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

One comment

  1. Tarunyo achhe. aro bhangon chai.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *