Breaking News
Home / CONTRIBUTORS / Soumitra Roy / সৌমিত্র রায় / i কবিতা ( বই ) / ২০০৪ ডিসেম্বর ৫-এর ডায়েরি থেকে

২০০৪ ডিসেম্বর ৫-এর ডায়েরি থেকে

বকটার ডানদিকেও একটা ডানা আর বামদিকেও
২টো ডানা একই সাথে ওঠানামা করছে
জমির ধান কাটা হয়েছে
আমি আলের উপর
২টো হাঁটু বুকে জাপটে বসে আছি
বকটাকে দেখছি উড়ছে
পাখির পা ২টো গুটানো এবং স্থির
আমি অনেক ঘাসের উপর বসে আছি
চরছি না উড়ছি না নড়ছি না এক তিলও

সৌমিত্র রায়-এর iকবিতা

Check Also

পালকে পালকে

যেভাবে হারিয়ে যাই । যেভাবে ফিরে আসি । আমার অক্ষর । সেভাবেই । অক্ষর । …

কথাস্রোত

পোড়া ইটের আত্মকথন । একটা নদী । বালুচর । বালিমাটির আত্মকথন । পোড়া ইট । …