Breaking News

লিখনরীতি চ্যাটমোড-এ / iকবিতা

চ্যাট করার অভিজ্ঞতাপ্রসূত এক বিশেষ লিখনরীতি । চ্যাটমোড । গদ্যে কিংবা কবিতায় । যেমন কবিতায় । কবিতা রচনাকালে পাঠক উপস্থিত থাকতে পারেন না । আবার রচিত কবিতা পঠনের সময় কবি থাকেন অনুপস্থিত । এখানে কবি কাব্যময় তথ্যাদি এমনভাবে উপস্থাপন করেন, যাতে কবিভাবনা ও পাঠভাবনার আলাপচারিতা চলতে থাকে । এ যেন হয় ভাবনার এক অনন্য ব্রাউজ । আবিস্কার হতে থাকে পরিচিত-অপরিচিত তথ্যের অনাবিস্কৃত সৌন্দর্য । পাঠকের কাছে তথ্যের সৌন্দর্যময় আলাপচারিতার সুযোগ আসে কখনো দাঁড়ি (।) আবারও কখনো বা তথ্যে তথ্যে দুরত্ব বা শুন্যতায় (space)। এবং অবশ্যই শেষমেষ তথ্যের সাথে সৌন্দর্যভাবনার সম্পর্কায়নে ।
সৌমিত্র রায়-এর iকবিতা

Check Also

কথাস্রোত

পোড়া ইটের আত্মকথন । একটা নদী । বালুচর । বালিমাটির আত্মকথন । পোড়া ইট । …

সকালবেলার বাসিমুখ

চুরমার দিন । টুকরো টুকরো মুহুর্ত । শান্ত রাত । শেষমেষ । ছড়িয়ে আছে । …