Breaking News

কথাস্রোত

পোড়া ইটের আত্মকথন । একটা নদী । বালুচর । বালিমাটির
আত্মকথন ।
পোড়া ইট । বালিমাটি । বালিস্রোত । ইটের স্রোত । কথাস্রোত ।

স্রোতস্বিনী নদী । খরা । হৃদয় ।
শূন্য হৃদয় । শূন্য আকাশ । পৃথিবী শূন্য ।
শূন্য । গোলাকার । পৃথিবী ।

পৃথিবীর কথা ।
কথার পৃথিবী । কথাস্রোত ।
স্রোতস্বিনী হৃদয় । স্রোতমুখর ধমনি । শিরা ।

পোড়া ইটের রক্তস্রোত । বন্ধ ঋতু । বন্ধ্যা । জন্ম নেই । নেই ।
মৃত্যু ।

রচনার তারিখ :৯ অক্টোবর ২০০৬ সময়: রাত ১০ টা ৪১ মি
সৌমিত্র রায়-এর iকবিতা

Check Also

পালকে পালকে

যেভাবে হারিয়ে যাই । যেভাবে ফিরে আসি । আমার অক্ষর । সেভাবেই । অক্ষর । …

সকালবেলার বাসিমুখ

চুরমার দিন । টুকরো টুকরো মুহুর্ত । শান্ত রাত । শেষমেষ । ছড়িয়ে আছে । …