Breaking News
Home / TERMINOLOGY / শব্দকবিতা

শব্দকবিতা

শব্দকবিতা হল বিশেষ এক ধরনের i-কবিতা । গঠনতন্ত্রে কখনো তা মুক্ত । তা হল ব্রাউজ মোডের শব্দকবিতা । এখানে কবি বিভিন্ন শব্দের সূত্র ধরে ভাবনার অনন্য ব্রাউজে মেতে উঠেন । আবার কখনো তা সংখ্যায় সীমাবদ্ধ । যাকে আমরা বলি চ্যাট মোডের শব্দকবিতা । কবি তাঁর সংখ্যায় সীমাবদ্ধ শব্দকবিতায় উন্মুক্ত ভাববিনিময়ের সুযোগ তৈরী করেন । অতি স্বল্প পরিসরে দীর্ঘ আলাপচারিতার সূত্র ধরিয়ে দেন । কাব্যিক সৌন্দর্যের বিচিত্র দিকগুলি ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে এক বা একাধিক শব্দের সীমাবদ্ধ শরীর থেকেই । শব্দ’১ / শব্দ’২ / শব্দ’৫ ইত্যাদি কবিতা হল চ্যাট মোডের শব্দকবিতা ।

SRoy || ২/১/২০১৩ ২০:৪২

Check Also

// তথ্যসাহিত্য / iসাহিত্য কী ?

তথ্যচিন্তা বা iConcept-এ পরিপূর্ণ সাহিত্য-ই হল তথ্যসাহিত্য / iসাহিত্য । Sunday, July 03, 2011

// ব্রাউজ মোড / Browse Mode কী?

ব্রাউজ মোড / Browse Mode হল এই যুগ/ i-যুগ-এর উন্মুক্ত লিখনরীতি।যার সৃষ্টিতেও সুনির্দিষ্ট কোনো ব্যকরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *