Breaking News
Home / MANIFESTO / যা বলছি । আজ । / যা বলছি । আজ । (৪)

যা বলছি । আজ । (৪)

এখন থেকে বাংলাসাহিত্যের প্রত্যেকটা দিন আমাদের । রাজত্ব করবো । আমরাই । ২৪ ঘন্টা । ৩৬৫ দিন । এরকমই চলবে ।

iSociety-র আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাই ।

এখন কিছুদিন এভাবেই চলবে । নবপর্যায়ে আমাদের সবে পথ চলা শুরু । সময় সুযোগ মতো আগের ওয়েব পাতা থেকে কন্টেন্ট তুলে এনে সমস্ত বিভাগগুলি ধীরে ধীরে ভরে নেবো । দেখবেন কিছুদিনের মধ্যেই অপরূপ সাজে সেজে উঠবে i-সোসাইটি । এছাড়াও নিয়মিত বিভাগগুলি সবার অংশগ্রহণে সম্মৃদ্ধ হবে নিয়মিত ।

লেখক কবিদের জন্য যে বার্তা পৌঁছে দেওয়া জরুরী বলে মনে করছি । তা আগেও বলেছি । আবারও বলছি –

* বানান রীতি নিয়ে আমাদের সম্পাদনা বা প্রকাশনাতে কোনরকম খবরদারি থাকবে না । লেখার বানান হোক কবির নিজের মতো । পরীক্ষা থাক । নিরীক্ষা থাক । বানান বৈচিত্রে অভ্যস্ত হতে হবে সবাইকে । এটা যে এই যুগের দাবি ।

* আর লিখনরীতি বা ব্যাকরণেও আসুক বৈচিত্র ।

আমরা কয়েক বছর আগে অনলাইন ডাইরেক্টরি বানানোর কাজ শুরু করেছিলাম । আমরা সেই প্রয়াস খুব দ্রুত এখনকার পাতায় তুলে এনে শিল্পসাহিত্যের ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠানের জন্য প্রথম ডাইরেক্টরিটি সাজিয়ে নিতে পারবো ।

আজকের দিন শুভ হোক ।

|| শান্তি ||

সৌমিত্র

আজ ডিসেম্বর ৪ ২০১২ | অগ্রহায়ণ ১৮ ১৪১৯ | মঙ্গলবার | আজ সারাদিন | ভালো কাটুক |

Check Also

যা বলছি । আজ । (৩১)

আজ ডিসেম্বর ৩১ ২০১২ | পৌষ ১৫ ১৪১৯ | সোমবার | সারাদিন.. আনন্দে থাকুন… ভালো …

যা বলছি । আজ । (৩০)

আজ ডিসেম্বর ৩০ ২০১২ | পৌষ ১৪ ১৪১৯ | রবিবার | সারাদিন.. আনন্দে থাকুন… ভালো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *