Breaking News
Home / MANIFESTO / যা বলছি । আজ । / যা বলছি । আজ । (৩)

যা বলছি । আজ । (৩)

যা বলছি । আজ । (৩)
বিষ্ণু দে (১৯০৯-১৯৮২)
এখন থেকে বাংলাসাহিত্যের প্রত্যেকটা দিন আমাদের । রাজত্ব করবো । আমরাই । ২৪ ঘন্টা । ৩৬৫ দিন । এরকমই চলবে ।

আমার প্রিয় বন্ধুরা !
তারিখ বদলে গেলো । কথা মতো আমরা উপস্থিত ।

সাথে সিরিজ কবিতা । ই-কবিতা । ফেসবুকের দেওয়াল থেকে নেওয়া কবিতা – – – কত কিছু !
বানানরীতি ভেঙে ফেলার দিন….
আজকের দিন নতুন ব্যকরণের ।

তরুণ…. তরুণতম…. নবীন…. i-যুগের কবি । i-প্রজন্মের কবি । এই তো ‘সাহসী হাওয়ার রাত’….
আজ রাতদিন সারাদিন শুধু কবিতা… । …কবিতায় আড্ডা ।
আজ আর অন্য কোন কথা নয় ।

তিরিশের দিকপাল কবি বিষ্ণু দে -র প্রতি উত্সর্গ করছি আজকের আয়োজন ।

সারাদিন ভালো কাটুক ।

||শান্তি ||

সৌমিত্র

আজ ডিসেম্বর ৩ ২০১২ | অগ্রহায়ণ ১৭ ১৪১৯ | সোমবার | আজ সারাদিন | ভালো কাটুক |

Check Also

যা বলছি । আজ । (৩১)

আজ ডিসেম্বর ৩১ ২০১২ | পৌষ ১৫ ১৪১৯ | সোমবার | সারাদিন.. আনন্দে থাকুন… ভালো …

যা বলছি । আজ । (৩০)

আজ ডিসেম্বর ৩০ ২০১২ | পৌষ ১৪ ১৪১৯ | রবিবার | সারাদিন.. আনন্দে থাকুন… ভালো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *