Breaking News
Home / MANIFESTO / যা বলছি । আজ । / যা বলছি । আজ । (২)

যা বলছি । আজ । (২)

যা বলছি । আজ । (২)
বিদ্যাসাগর । আমাদের পরম আরাধ্য ।
এখন থেকে বাংলাসাহিত্যের প্রত্যেকটা দিন আমাদের । রাজত্ব করবো । আমরাই । ২৪ ঘন্টা । ৩৬৫ দিন । এরকমই চলবে ।
আমার প্রিয় বন্ধুগন !!
মধ্যরাতে ক্যালেন্ডারের তারিখ বদলে আমরা উপস্থিত ।

এই শীতেও দিনমজুরদের রাত্রিযাপন মাঠে ! এতো রাতেও জমির থেকে ধান এটিযে কেউ কেউ ফিরছেন দেখছি । ‘iSociety আশ্রমকুটির’-এর সামনের রাস্তাটি মাঠের দিকে গেছে । আমাদের সিংহপুর গ্রামের বেশিরভাগ কৃষিজীবি মানুষের যাতায়াত এই রাস্তায় । রাস্তাটি কিছুদূর গিয়ে মেঠো আলপথে মিশেছে । ছোট্ট এই মাঠটি উত্তর-পশ্চিমে পেরোলেই বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান বীরসিংহ গ্রাম । বীরসিংহের কোন কোন কৃষকের জমি আছে এই সিংহপুর মৌজায় । সুতরাং এই মাঠটিতে পাশপাশি বেশ কয়েকটি গ্রামের মানুষজনের চলাফেরা আছে ভালোই ।

‘iSociety আশ্রমকুটির’-এর উত্তরদিকে হাটপাড়া নামে একটি এলাকা আছে । বহুদিন আগে এখানে হাট বসতো । বিদ্যাসাগর মহাশয়ের দাদামশায় এখানে পান বিক্রি করতেন । এলাকাটির কিছুটা অংশে এখন আদিবাসীরা বসবাস করে । তার কিছুটা দূরে শিলপুকুরের পাড়ে বেশকিছুটা এলাকাজুড়ে শ্মশান । আমাদের এই শ্মশানের পাশের মোরাম রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় । খড়ার পৌরসভার পক্ষ থেকে এখানে ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করা হয়েছে । যদিও এখনও তা ব্যবহৃত হয় নি । মাঝে মাঝে বাড়ি ফিরতে অনেক রাত্রি হলে এই শ্মশানের আশপাশে দলবদ্ধ শেয়ালের দেখা পেতাম । এই তো সেদিনকার কথা….. কতবার ভয় পেয়েছি । বাপ রে বাপ ! অন্ধকারে জ্বলজ্বল করতো চোখ গুলো । কী তীক্ষ্ণ দৃষ্টি ! কিন্তু এখন আর তেমন দেখা মেলে না এদের ।

ভয় পেতাম ঠিকই – কিন্তু মাঝে মাঝে মনটা বেশ খারাপ হয়ে যায় । ছেলেবেলায় কত বিচিত্র পাখি দেখেছি ! কত বিচিত্র প্রাণী ! কোথায় গেলো তারা !!! পুকুরে মাছ ধরা হলে চার পাড়ে ঝাঁকে ঝাঁকে চিল বকের দেখা মিলতো ! কোথায় তারা ? শেয়াল শকুন চিল বক চড়াই বাবুই সবার একটা ভয়ঙ্কর সঙ্কট চলছে !

আমরা তো মানুষ , এই সঙ্কট কী আমাদের নয় ??

এদের ছাড়া । এই জীব বৈচিত্র ছাড়া । i-প্রজন্মের কবি যে বড় একা !!

মধ্যরাতের একাকিত্ব মুছে দিতে চাইছে ঝাঁকে ঝাঁকে ঝিল্লির আওয়াজ । আমরা একটু একটু করে সেলিব্রেট করতে চলে এলাম কবির অক্ষরবিনিময় । চলুন দেখে নিই কী আছে আজকের আয়োজনে । আজ আমাদের সামান্য আয়োজনে আড্ডা – কবিতা – পত্রিকা তথ্যর পাশাপাশি যুক্ত হল নতুন বিভাগ : আজকের কথা ।

আমরা ধীরে ধীরে সাজিয়ে সম্মৃদ্ধ করে তুলবো আমাদের ওয়েবপেজ । শুধু সময়ের অপেক্ষা ।
আজ সারাটাদিন খুব খুব ভালো কাটুক আপনাদের । শুভেচ্ছা রইলো ।

|| শান্তি ||

সৌমিত্র রায়
আজ ডিসেম্বর ২ ২০১২ | অগ্রহায়ণ ১৬ ১৪১৯ | রবিবার | আজ সারাদিন | ভালো কাটুক |

Check Also

যা বলছি । আজ । (৩১)

আজ ডিসেম্বর ৩১ ২০১২ | পৌষ ১৫ ১৪১৯ | সোমবার | সারাদিন.. আনন্দে থাকুন… ভালো …

যা বলছি । আজ । (৩০)

আজ ডিসেম্বর ৩০ ২০১২ | পৌষ ১৪ ১৪১৯ | রবিবার | সারাদিন.. আনন্দে থাকুন… ভালো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *