Breaking News
Home / i-সোসাইটি দিবস / i-সোসাইটি দিবসঃ সত্যজিৎ রায় স্মরণ

i-সোসাইটি দিবসঃ সত্যজিৎ রায় স্মরণ

আজ i-সোসাইটি দিবসে মেদিনীপুর শহরের ‘নিভৃত এ নিকেতনে’ সভাকক্ষে উদযাপিত হল সত্যজিৎ রায়-এর জন্মদিবস । বিকেল ৪ টায় সত্যজিৎ রায়-এর প্রতিকৃতিতে পুস্পারঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয় । প্রারম্ভিক বক্তব্য রাখেন সৌমিত্র রায় । তিনি আজকের এই i-যুগে সত্যজিৎ রায়-এর চিন্তাচেতনা কতটা প্রাসঙ্গিক তা বিস্তারিতভাবে তুলে ধরেন । সত্যজিৎ-এর জীবন ও কর্ম বিষয়ে দীর্ঘ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা অচিন্ত্য নন্দী । আশিস ত্রিপাঠী সিনেমা ছাড়াও সাহিত্যচর্চা ও শিল্পজগতের নানান ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণের কথা তুলে ধরেন । তিনি আরও জানান ‘ সিনেমায় খ্যাতি লাভের আগেই সত্যজিৎ রায় তাঁর ‘RAY ROMAN’ হরফের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছিলেন’ । অচিন্ত্য নন্দী সম্পাদিত ‘পরম্পরা’ পত্রিকা থেকে সত্যজিৎ রায়-এর উপর লেখা একটি নিবন্ধ তিনি পড়ে শোনান । এছাড়াও আলোচনায় অংশ নেন পার্থসারথি শ্যাম মানব বন্দ্যোপাধ্যায় প্রমুখ । কবিতা ও গল্প পাঠ করেন সুজিত পাত্র সূর্যকান্ত জানা বরুণ বিশ্বাস । উপস্থিত ছিলেন রাজা বন্দ্যোপাধ্যায় অমিতাভ সেন সুপ্রিয় চট্টোপাধ্যায় শুভেন্দু পাত্র প্রমুখ । শহর মেদিনীপুরে এই প্রথম সত্যজিৎ রায়-এর জন্মদিবস পালিত হল বলে জানালেন বিশিষ্ট সিনেমা-আলোচক ও কবি অচিন্ত্য নন্দী ।

Check Also

i-সোসাইটি দিবসের সংবাদ

কাজী নজরুল ইসলাম-এর ১১৬তম জন্মজয়ন্তী

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর ১১৬তম জন্মজয়ন্তীতে কবির প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাই । …