Breaking News
Home / blog / রানা বসু-র কবিতা

রানা বসু-র কবিতা

রানা বসু

পিঠে পিঠে ঘুরে আসুক ষড়যন্ত্র
আমাদের চালা উঠোন
বইয়ের তাক কাঠবেড়া চালুনি
ঘরভর্তি সংসার ব্যাঙ্গমা ব্যাঙ্গমি
আসনমাপা চাপা কন্ঠস্বর
তুলো ভর্তি বালিশের মাথাব্যথা
চরম ব্যস্ত ইতিহাস আর ভূগোলের চুলোচুলি

এসো আরও একবার খালি পায়ে হাঁটি
পায়ে ফুটুক শালকাঁটা
আমাদের হাত ভর্তি নালা ভর্তি
চাবুক পড়ুক ঐ ব্যাকরণে।

শোনানো যাক চাপ রক্তের অ্যক্সিডেন্ট
মোড় মাথা খেয়ে যাক পোকা আর
পেঁপে গাছ থেকে নেমে আসুক
ঝাঁক ঝাঁক গলি

আমাদের ডানা ছেঁটে ভরা হোক
চাবিকাঠি দিয়ে উঠে যাক
জামা প্যান্ট ঠেসে যাক
আরশোলা আর চিচিঙের রস

পাশ দিয়ে উঠে যাক দোতলা সিঁড়ি
আমরা নীচের তলায় কাঠ ধরি
পুড়ে যাক ছাদ আর মেঝের সমস্ত শ্রম।
সিলিং পোড়া গন্ধে আমরা
সেরে ফেলি হিসেব নিকেশ।
চলো আরও নুড়ি আনি
ছুঁড়ে মারি
কোথাও যেন ফাঁক না থাকে।।

Check Also

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট '৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট ‘৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা। নিরদ মজুমদার-এর ১ টি রিপোর্ট —————————————————————— তোমাদের তীর্থ দেখে এলে?তীর্থদর্শন আমি …

কবি সম্মেলন ও 'নিনি' পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

কবি সম্মেলন ও ‘নিনি’ পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

নিজস্ব প্রতিবেদন,বহরমপুর,১৯-০৩-২০১৮ ॥ ১৮ মার্চ বহরমপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল কবি সম্মেলন অনুষ্ঠান।বহরমপুরে কবি …