Breaking News
Home / blog / কোলকাতা তোমাকে

কোলকাতা তোমাকে

সৌমেন শেখর

 

ভেজা ভেজা গন্ধের চোরা স্রোত নিয়ে

তুমি কোলকাতা ।

তখন ঠিক যেন বিকেলের নরম উষ্ণ ইতিহাস ।

বৃষ্টি ভেজা ঠাণ্ডা বাতাস এসে

ছুঁয়ে যাচ্ছিল আমার অনুভূতির শিকড় গভীরে ।

জানালার বাইরে মুখ বাড়িয়ে –

এক নতুন সভ্যতা আবিষ্কারের নেশায় –

কখন ভুলেই গেছি তোমাকে ।

তোমার নরম সবুজ উপত্যকায়

কথা ছিল,

স্বপ্ন চারনে তোমাকে ছোঁয়ার ।

কোনও এক কুয়াশামাখা আবছা ভোরে ।

তুমি ভালো থেকো ।

Check Also

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট '৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট ‘৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা। নিরদ মজুমদার-এর ১ টি রিপোর্ট —————————————————————— তোমাদের তীর্থ দেখে এলে?তীর্থদর্শন আমি …

কবি সম্মেলন ও 'নিনি' পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

কবি সম্মেলন ও ‘নিনি’ পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

নিজস্ব প্রতিবেদন,বহরমপুর,১৯-০৩-২০১৮ ॥ ১৮ মার্চ বহরমপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল কবি সম্মেলন অনুষ্ঠান।বহরমপুরে কবি …