Breaking News
Home / blog / রাজু রানা দাস

রাজু রানা দাস

ব্রাউজ কবিতা

সুত্রঃ সইন্ধ্যা বেলায় নীল আকাশে বুধা ছরাই কে

সন্ধ্যা আরতিতে

উঠোনের কোণে

তুলসীতলায় চাঁদ হামাগুড়ি খায়

সেই চাঁদে দাগ আছে

এবং আমাদেরও

 

বেলায় বেলায় সময় চলে যায়

গায়ের চামড়ায় সূর্যস্নানে স্নান করে

ক্লান্ত চোখে চেয়ে থাকি

অনন্ত দ্রাঘিমা রেখায়

 

নীল আকাশ

ধূসর ঘুঁটের থাবায়

 

আকাশ আলোয়

নিসর্গ মাটি

চেয়ে আছি এই

 

বোঁদে দানায় ভেসে ওঠে

লাল মোরামের ছায়ালি মেঠোপথ

 

ছড়ায় মনে নিঃসঙ্গ ধূলিকণার

বাতাস

যেখানে প্রশ্ন করি

নিজেকে

 

কে ?

Check Also

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট '৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট ‘৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা। নিরদ মজুমদার-এর ১ টি রিপোর্ট —————————————————————— তোমাদের তীর্থ দেখে এলে?তীর্থদর্শন আমি …

কবি সম্মেলন ও 'নিনি' পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

কবি সম্মেলন ও ‘নিনি’ পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

নিজস্ব প্রতিবেদন,বহরমপুর,১৯-০৩-২০১৮ ॥ ১৮ মার্চ বহরমপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল কবি সম্মেলন অনুষ্ঠান।বহরমপুরে কবি …