Breaking News
Home / KABYO YOGA / কাব্যযোগ ।। ডিজিটাল সময়ে মুক্তির চেতনা // চিন্তাসূত্র-২ ।।‘সামাজিক শিক্ষা পদ্ধতি’

কাব্যযোগ ।। ডিজিটাল সময়ে মুক্তির চেতনা // চিন্তাসূত্র-২ ।।‘সামাজিক শিক্ষা পদ্ধতি’

চিন্তাসূত্র-২ ।।‘সামাজিক শিক্ষা পদ্ধতি’ কী ? কাব্যযোগ কি শেখানো হয় ?

 

~এই সামাজিক মাধ্যমের সময়পর্বে আই-চিন্তনে আমরা ‘সামাজিক শিক্ষা পদ্ধতি’র কথাই বলি । সামাজিক শিক্ষা পদ্ধতি কী ? তা হল, যে বিষয়গুলিতে বিভিন্ন মানুষের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে, সেই বিষয়গুলি নানান ভাবে বিভিন্নজনের সাথে শেয়ার করা । আমরা তো নিজেদের চিন্তা-ভাবনা, ক্রিয়াকলাপ, অভিজ্ঞতা কাব্যযোগ ।। ডিজিটাল সময়ে মুক্তির চেতনা // চিন্তাসূত্র-২ ।।‘সামাজিক শিক্ষা পদ্ধতি’সবার সাথে শেয়ার করি মাত্র । শেখাটি যে-যার সে-তার । ডিজিটাল মাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক কিংবা সভা-সমিতি যেখানেই হোক না কেন, শেয়ার করার আনন্দে শেয়ার করি । প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী অংশগ্রহণকারীরা নিজে নিজেই শিখতে থাকেন । এমন কি যিনি শিখছেন, তাঁরও শেয়ার করা নানান কথায় আলোচক সমৃদ্ধ হন। ‘ শেয়ারিং সিস্টেম’-এ একে অপরের থেকে স্বদক্ষতায় শিক্ষা গ্রহণ করবেন । এই হল i-চিন্তনের ‘সামাজিক শিক্ষা পদ্ধতি’ । কাব্যযোগ আমরা এভাবেই শেয়ার করি ।