Breaking News
Home / ছড়া / চার লাইন :: সৌমিত্র রায়

চার লাইন :: সৌমিত্র রায়

ছোটদের জন্য ছড়ার ব্লগ ।

আমলাগোড়া সামাজিক বনসৃজন প্রকল্প

সবুজ সবুজ সবুজ , সাজাই সবুজ চারিধার , কীটপতঙ্গ বিচিত্র প্রাণে গ্রাম সাজুক আবার । রাস্তার ধারে পুকুরের পাড়ে ডাহি জমি ভরি গাছে , মানুষ-প্রকৃতি মিলে মিশে বাঁচি , বাঁচার সাধ যে আছে ।।

Read More »

চাতক জল প্রকল্প

পাড়ায় পাড়ায় পাইপ লাইন, বাড়ি বাড়ি পানীয় জল , যথা প্রয়োজন নিকাশি নালা, থাকবে তদারকি দল । বিশুদ্ধ জল স্বচ্ছ হবে আমাদের সংকল্প , চেষ্টা সবার করবো সফল চাতক জল প্রকল্প ।।

Read More »

পরিকল্পনা

মাটি জল গাছপালা পশু পাখি প্রাণী , মানুষ আর সবে মিলে পরিবেশখানি । সংসদে সহমতে মিলে সব জনা , সব কিছু নিয়ে রচি পরিকল্পনা ।।

Read More »

জি পি আমলাগোড়া

সব মতের সব মানুষের জি পি আমলাগোড়া , রাঙা মাটি শাল মহুয়া কেন্দুপাতায় মোড়া । এসো গড়ি সবাই মিলে সেরা গ্রাম-সমাজ , শপথ করি – গড়বো সেরা পঞ্চায়েতি রাজ ।।

Read More »

ফেসবুক-এর রাতে

শীত নেমেছে ভাবনু, শুনি খেঁকশেয়ালির ডাক , রাতচরা বা বনবিড়ালীর রেওয়াজ শোনা যাক । আছে ফেসবুক – বন্ধু স্বজন , অক্ষর ঝাঁক ঝাঁক ! কান পাতি তো পেতেই থাকি রাতচরা নির্বাক !! ~: সৌমিত্র রায়-এর ছড়া :~

Read More »

সবুজ সবুজ টিয়া

সবুজ সবুজ টিয়া তোদের লাল টুকটুক ঠোঁট ! ভোরেরবেলা দিলি না শিস বল্লি না কই ওঠ । কাল বিকেলে দিলি কথা , পাতিয়ে নিলি সই , এখন একাই বেড়াস , দলে আমায় নিলি কই ? ~: সৌমিত্র রায়-এর ছড়া :~

Read More »

খাওয়াখায়ির মজা

পুপু খাচ্ছে মা’র বকুনি , তিথি খাচ্ছে চকোলেট ; খাচ্ছে কথা ভরছে কী ছাই মোবাইলের ভুঁড়ো পেট । টিকটিকিতে খাচ্ছে পোকা ; খাচ্ছে আলো পোকারা ; খাওয়াখায়ির মজাটা নেয় আমার মতো খোকারা । ~: সৌমিত্র রায়-এর ছড়া :~

Read More »

বোকা হাতি !!

শেয়ালের খেয়ালে পথে হল গর্ত একখানা বোকা হাতি বাজি নিলো অনায়াসে পেরোবে সে পথ …. তবে এক শর্ত করো নাকো মাতামাতি জয়ী হলে ! তবে কেঁদো এলে শেষে মত্ !! ~: সৌমিত্র রায়-এর ছড়া :~

Read More »