Breaking News
Home / সমস্ত কবিতা / ফেসবুক-এর দেওয়াল থেকে (page 2)

ফেসবুক-এর দেওয়াল থেকে

পৌরসভার পানিয়জল

তারক দোলই মজার ব্যপার লেখাগুলো বাসী হচ্ছে না বেস গিলছি, অন্যেরা খাচ্ছে কী …………………………………………….. সঙ্গকটের যুগ কেটে সাম্মবাদ ভরল উড়ান চাষের জমি লেপটপে মম মম বুনোহাস পৌরসভার পানিয়জল খায় রোদের মধ্যে মিশে যাচ্ছে লবনাক্ত উত্তাপ

Read More »

পেরিয়ে যায়

দেওয়ালে ধাক্কা মারলাম……..অপরিবর্তন….. উনমত্ত চরাচর, টেবিল… চেয়ার….বাথরুম সর্ব্বত্র গানিতিক বিউটি একদিননা একদিন তোমার হাতে যে সুরভিত ফুলটি দেবো……..তার মালি মানুষ পদবাচ্চ্য নয় । মহাকাশের আন্তর্জালে আমিও খুঁজি স্রষ্টাকে চেয়ে নয় চোখ বুজে ………………ক্রামান্নয়ে পেরিয়ে যায় দেখার সীমা । পড়ছেন তারক দোলই-এর কবিতা | ফেসবুকের দেওয়াল থেকে নেওয়া

Read More »

নির্মোহযান

বিভাবসু ……………………………………………………… ও আদুরে সন্ধ্যা, ও প্রসন্ন আগুন, ও মোহন্ত কালবৈশাখ ও মেদুর কোলাহল ও আমার সাতজন্মের প্রলয় তুমি তো জানো নিজের জন্য আমি কোনো সঞ্চয় রাখিনি তুমি ডাকলেই তাই আমি বেরিয়ে পড়তে পারি, নির্মোহযানে এখন পড়ছেন বিভাবসুর কবিতা || ফেসবুকের দেওয়াল থেকে নেওয়া ……..

Read More »

সম্মূখে রাস্তায়

তারক দোলই পায়ের জুতো দুর্বল চোখে চুপটি সম্মূখে রাস্তায় দীর্ঘশ্বাসের ছায়া ৎ-র মত আমি যুক্ত হওয়াতেই কিছুটা অর্থবহ চারপাসে নাবালিকার দেহজ গন্ধয় মিষে যাচ্ছে, বিকেলের ঘর ফেরার তাড়া । সম্মূখে পেছনে আলো জেলে কারা ওরা কারা……………. একটু ছুঁয়ে যাওনা এ অন্ধকে তারক দোলই | লিখলেন ফেসবুক-এর দেওয়ালে….

Read More »