Breaking News
Home / CONTRIBUTORS / Sanaullah Sagor :: সানাউল্লাহ সাগর

Sanaullah Sagor :: সানাউল্লাহ সাগর

ভীতরে-বাহিরে

ক্লান্তিরা বিছানা সাজাচ্ছে-পাশে বসে আছে ঘুম। অবহেলায় ফেলে রাখা আবেগ-ছাইয়ের মোড়কে আবৃত আগুন লুকিয়ে হাসে-চেপে রেখেছি থিতানো ইচ্ছেগুলো সস্তার বাজার এড়িয়ে। ঘুমালে পাহাড়ায় থাকে দেয়াল। মুচকি হাসে ব্যস্ততা। বাণিজ্যিক নগর ফেলে সাথে নিয়েছি ভোরের শিশির, কুয়াশার আঁচল, তাজা মাটির ঘ্রাণ। অহংকার পুষে রাখলাম শিকড়ের ঐতিহ্য বগলে নিয়ে। … পিছনে লতানো …

Read More »

ভীতরে-বাহিরে

ক্লান্তিরা বিছানা সাজাচ্ছে-পাশে বসে আছে ঘুম। অবহেলায় ফেলে রাখা আবেগ-ছাইয়ের মোড়কে আবৃত আগুন লুকিয়ে হাসে-চেপে রেখেছি থিতানো ইচ্ছেগুলো সস্তার বাজার এড়িয়ে। ঘুমালে পাহাড়ায় থাকে দেয়াল। মুচকি হাসে ব্যস্ততা। বাণিজ্যিক নগর ফেলে সাথে নিয়েছি ভোরের শিশির, কুয়াশার আঁচল, তাজা মাটির ঘ্রাণ। অহংকার পুষে রাখলাম শিকড়ের ঐতিহ্য বগলে নিয়ে। … পিছনে লতানো …

Read More »

শিরোনামহীন

পায়ের ছাপ মুছে যাচ্ছে ক্রমশই। ফিনফিনে রোদ্দুর আর ভাওয়াইয়ার রুমালে জড়ানো গ্রাম- চৈতালি হাওয়ায় চেপে দূর থেকে দূরে পৌছে দেয়। অগোছালো শুয়ে থাকা সুরহীন রাফখাতা। বিশ্বাসের ছাতা মাথায় ঘুরি দশদিক। অভাবের বাদ্য নিয়ে ভেসে থাকি দোলাচলের পানসিতে। রূপজিবীদের ইশারায় কতোকাল মাতাল ছিলাম-ভেবে ভেবে স্থির বৃক্ষ হয়ে যাচ্ছি। আর পাগলা সময়ের …

Read More »