Breaking News
Home / blog / উৎসর্গ :- বারীন ঘোষাল ৷ ~ পার্থসারথি ভৌমিক

উৎসর্গ :- বারীন ঘোষাল ৷ ~ পার্থসারথি ভৌমিক

 

উৎসর্গ :- বারীন ঘোষাল

ডাঙা বা ঋণ , মস্তানি পরা হলুদ ।

পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে সাঁতার দেয় মাছের কাকলি ।
গদ্যের চোখ , কুজনের পরোয়া না করা পাখ ।
চেতনা অতি-র চেয়ে ব্যক্তিগত হয় না
ঝনঝন রুয়ে কাঁসাই- এ ভেসে যায় মৃত বাসন ।
অপর মেখে ভোর হয়েছে পাহাড় ভালোর আড়াল ।
রুয়াম রুয়াম
দলমা দলমা
ডাঙরজুরির জরি পাড় , মুছে চলেছে
কৌরবের প্যাপিরাস , পাপের ভ্রান্ত ধারণা
মুষল হয়ে উঠে যদুবংশ

তুমকো জিন্দাবাদ
খালকো !

উৎসর্গ :- বারীন ঘোষাল ৷ ~ পার্থসারথি ভৌমিক

Check Also

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট '৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট ‘৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা। নিরদ মজুমদার-এর ১ টি রিপোর্ট —————————————————————— তোমাদের তীর্থ দেখে এলে?তীর্থদর্শন আমি …

কবি সম্মেলন ও 'নিনি' পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

কবি সম্মেলন ও ‘নিনি’ পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

নিজস্ব প্রতিবেদন,বহরমপুর,১৯-০৩-২০১৮ ॥ ১৮ মার্চ বহরমপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল কবি সম্মেলন অনুষ্ঠান।বহরমপুরে কবি …