Breaking News
Home / blog / কবিতার্ঘ্য ॥ বারীন ঘোষাল-এর প্রতি শ্রদ্ধা ৷৷ স্বপন রায়-এর কবিতা~ বাহঋণ ৷৷ শান্তি ৷৷

কবিতার্ঘ্য ॥ বারীন ঘোষাল-এর প্রতি শ্রদ্ধা ৷৷ স্বপন রায়-এর কবিতা~ বাহঋণ ৷৷ শান্তি ৷৷

 

বাহঋণ

……..

সারাদিন চোখের ঝরে পড়া

আর সারারাত

ওই মেটে কি মেটেনা চলে কি চলেনা

দু ফোঁটা চোখের সোঁ সোঁ

##

সেদিনও ফলের পেশা মেশিনবাগানে

ডাকছে জারিণা রোদের বা অন্যকেউ টুকে টুকে

দেদার শীতকাল

একটা ব্রিজ আর রেলসম্ভব ঝিকি গানে গানে

জলপল উড়নঝরোকা ওই

ওই তো গোটানো শাড়ির শোকে নদীর পল্কা বনবাস

##

সেরারা কোথায় যায়

ভাবতে ভাবতে শাঁখের সন্ধ্যা নিয়ে গেল

শালমতীটির সেরা

আর কোথায় ভাসামুখ, কতদূরে

সংসারের ভার

ছোট ছোট চাহিদা কাপের

##

একা একাই ভৈরোঁ বলছে বারীন

বাহ ঋণ!

কবিতার্ঘ্য ॥ বারীন ঘোষাল-এর প্রতি শ্রদ্ধা ৷৷ স্বপন রায়-এর কবিতা~ বাহঋণ ৷৷ শান্তি ৷৷

Check Also

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট '৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট ‘৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা। নিরদ মজুমদার-এর ১ টি রিপোর্ট —————————————————————— তোমাদের তীর্থ দেখে এলে?তীর্থদর্শন আমি …

কবি সম্মেলন ও 'নিনি' পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

কবি সম্মেলন ও ‘নিনি’ পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

নিজস্ব প্রতিবেদন,বহরমপুর,১৯-০৩-২০১৮ ॥ ১৮ মার্চ বহরমপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল কবি সম্মেলন অনুষ্ঠান।বহরমপুরে কবি …