Breaking News
Home / blog / কফিহাউস আড্ডায় ‘পৃথিবীর ক্ষুদ্রতম কবিতা শব্দ’১ এবং অন্যান্য শব্দকবিতা’অনলাইন সংস্করণ প্রকাশিত হল

কফিহাউস আড্ডায় ‘পৃথিবীর ক্ষুদ্রতম কবিতা শব্দ’১ এবং অন্যান্য শব্দকবিতা’অনলাইন সংস্করণ প্রকাশিত হল

কলকাতা ০৭-১০-২০১৭॥ কলেজস্ট্রিট কফিহাউসের আই-সোসাইটি দিবসের আড্ডায় বিশেষ অনলাইন সংস্করণে প্রকাশিত হল সৌমিত্র রায়-এর কাব্যগ্রন্থ “পৃথিবীর ক্ষুদ্রতম কবিতা শব্দ’১ এবং অন্যান্য শব্দকবিতা” ৷ মুদ্রণ সংস্করণ কয়েক মাস আগেই প্রকাশিত হয়েছে ৷ আজ অনলাইন সংস্করণটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন বিশিষ্ট কবি শান্তিময় মুখোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন প্রণবকুমার চট্টোপাধ্যায় কুমারেশ চক্রবর্তী নীলিমা সাহা অলোক বিশ্বাস মৌসুমী দত্ত দেবযানী বসু বিশ্বজিৎ অনিন্দিতা গোস্বামী সহ বাংলা কবিতার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ৷ গ্রন্থটির অনলাইন সংস্করণ প্রকাশ করে কবি শান্তিময় মুখোপাধ্যায় বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের এবং একই সাথে গর্বের ডিজিটাল সময়পর্বে তরুণ কবির নতুন নতুন কাজগুলি আমরা ছাপা কাগজ মাধ্যমে এবং অনলাইনেও একই সাথে পেয়ে যাচ্ছি ৷ গ্রন্থটি আই-সোসাইটির ওয়েবসাইট www.isociety.co.in -এ সম্পূর্ণ বিনামূল্যে পাঠ করতে/ডাউনলোড করতে পারবেন ৷ এছাড়াও Google Play Store থেকে iSociety App টি ডাউনলোড ও ইন্সটল করে অন্যান্য পরিষেবা উপভোগ করতে পারবেন ৷’ অনুষ্ঠানের মধ্যমণি কবি অলোক বিশ্বাস সকলকে বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানান ৷

কফিহাউস আড্ডায় 'পৃথিবীর ক্ষুদ্রতম কবিতা শব্দ'১ এবং অন্যান্য শব্দকবিতা'অনলাইন সংস্করণ প্রকাশিত হল
ফটো ক্লিক @ বিজয়

Check Also

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট '৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট ‘৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা। নিরদ মজুমদার-এর ১ টি রিপোর্ট —————————————————————— তোমাদের তীর্থ দেখে এলে?তীর্থদর্শন আমি …

কবি সম্মেলন ও 'নিনি' পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

কবি সম্মেলন ও ‘নিনি’ পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

নিজস্ব প্রতিবেদন,বহরমপুর,১৯-০৩-২০১৮ ॥ ১৮ মার্চ বহরমপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল কবি সম্মেলন অনুষ্ঠান।বহরমপুরে কবি …