Breaking News
Home / blog / || i-চিন্তন # অনুকথনের বুলেটিন-১ ||

|| i-চিন্তন # অনুকথনের বুলেটিন-১ ||

|| অনুকথনের বুলেটিন-১ ||

 

i-চিন্তন সাহিত্য আন্দোলন ৷৷ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সফল প্রসারের সাথে সাথেই জনজীবনে যুগবদলের স্পষ্ট পূর্বাভাষ ছিলো ৷ বিজ্ঞান-প্রযুক্তির সাথে সাথে জনজীবনের নানান কিছু সমানতালে এগিয়ে চলেছে ৷ কবিতা /সাহিত্য পিছিয়ে থাকবে কেন ? আমি অত্যন্ত গর্ব বোধ করে বলতাম যে উপনিষদযুগের ঋষি-কবিরাই তাঁদের কাব্যকথায় মানবজাতিকে আলোর দিশা দেখিয়েছিলেন ৷ তাই বিজ্ঞান-প্রযুক্তির অগ্রগতির সাথেসাথেই আমরা কবিতাচর্চাকেও সমানতালে এগিয়ে নিয়ে যাবো ৷ চেয়েছিলাম বিজ্ঞান-প্রযুক্তি থেকে জনজীবন যেমন রসদ নেবে, কবিতাও নেবে ৷ আবার আমাদের কবিতাচর্চা থেকেও বিজ্ঞান-প্রযুক্তি কিংবা সাধারণ জনজীবন যথেষ্ট উপকৃত হবে ৷ আমার লেখালেখির সূচনা এমন ভাবনা থেকেই ৷ সেই স্কুলবেলা থেকেই ডি-এক্সইং-এর সুবাদে আমার নিয়মিত সক্রিয় যোগাযোগ ছিলো পৃথিবীর প্রায় চল্লিশটি দেশের সাথে ৷ পশ্চিমবঙ্গে ইন্টারনেট অত্যন্ত অপ্রতুল ৷ রেডিও আর চিঠিপত্রের মাধ্যমেই গোটা পৃথিবীর খবরাখবর রাখতাম ৷ কিন্তু সামান্যতম সুযোগটুকুও কাজে লাগাতাম আমাদের i-চিন্তন সাহিত্য আন্দোলনের জন্য ৷ আন্তর্জাতিক পরিস্থিতির সর্বসাম্প্রতিক রসদ যেমন নিতাম, তেমন বাংলা থেকে বিশ্বব্যাপী নিজেদের সেরাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যেতাম ৷ এই উদ্যোগে আমরা সফল ৷ এখন পৃথিবীর যেকোনো বড় শহরে যান, এমনকি কিছু কিছু গ্রাম বা মফস্বল শহরে ৷ ঘুম ভেঙে দরজা খুললেই রাস্তার ধারে নানান বহুজাতিক সংস্থার হোর্ডিং-বিজ্ঞাপনগুলির দিকে চোখ রাখুন ৷ দেখুন অধিকাংশ ক্ষেত্রেই সেই বিজ্ঞাপনের ভাষা / লিখনরীতি ‘চ্যাট মোড’ ৷ যার প্রবর্তন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের ছোট্ট গ্রাম সিংহপুর (বিদ্যাসাগর মহাশয়ের পবিত্র জন্মভূমি বীরসিংহ পার্শবর্তী) থেকে ৷ কিন্তু অনেকেই জানার চেষ্টা করেননি লিখনরীতি ‘চ্যাট মোড’ কী ? ‘ব্রাউজিং মোড’ কী? ‘i-চিন্তন’ কী ? এমনিতেই আমরা আত্মবিস্মৃত জাতি ৷ তার উপর যেসব চিন্তকরা আমাদের বিষয়ে সক্রিয়ভাবে আগ্রহী ছিলেন ৷ তাঁদেরও কেউ কেউ এইসব নানান বিষয়ের নাম পাল্টে যে যার সে তার প্রচার-প্রসারের পসরা সাজিয়ে বসেছেন ৷ কিন্তু আবহমান কবিতার স্বার্থে শক্তিশালী নবীনপ্রজন্ম গড়তে আমাদের নিরন্তর প্রয়াস অব্যাহত আছে ৷ আমাদের নানান কর্মকাণ্ডের সাথে সাথেই আগ্রহীদের জন্য এই যুগান্তকারী চিন্তাচেতনার যথার্থ উপস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ ফেসবুকে এই ‘ i-চিন্তন কর্মশালা’য় দয়া করে কোনো কুতার্কিক অংশ নেবেন না ৷ প্রশ্ন থাকলে অবশ্যই যথাযথভাবে করবেন ৷ আমরা সময় সুযোগ ও সাধ্যমতো উত্তর দেবো ৷ কুতর্কের প্রসঙ্গ আনলে তাঁকে যখন ইচ্ছা ছাঁটাই করবো ৷ জানার আনন্দে থাকুন ৷ জানার আনন্দে প্রশ্ন করুন ~ আলোচনায় অংশ নিন ৷ আমাদের এই ‘অনুকথনের বুলেটিন’-এ ‘i-চিন্তন সাহিত্য আন্দোলন’-এর বিগত দিন থেকে তুলে নিয়ে আসছি আমাদের আন্দোলনের পুরানো কথাকেই ৷ আবার ছাপার প্রত্যাশায় ৷ আলোচনার সবটাই ISBN যুক্ত’ i-চিন্তন ‘ পুস্তকের অংশবিশেষ ৷ ভালো থাকুন সকলে ৷ দিন আনন্দময় হোক ৷

~ সৌমিত্র রায়

৷৷শান্তি৷৷

Check Also

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট '৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট ‘৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা। নিরদ মজুমদার-এর ১ টি রিপোর্ট —————————————————————— তোমাদের তীর্থ দেখে এলে?তীর্থদর্শন আমি …

কবি সম্মেলন ও 'নিনি' পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

কবি সম্মেলন ও ‘নিনি’ পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

নিজস্ব প্রতিবেদন,বহরমপুর,১৯-০৩-২০১৮ ॥ ১৮ মার্চ বহরমপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল কবি সম্মেলন অনুষ্ঠান।বহরমপুরে কবি …