Breaking News
Home / CONTRIBUTORS / Soumitra Roy / সৌমিত্র রায় / সৌমিত্র রায় // নিয়মিত কবিতাচর্চা // সিংহপুর ০৩-০৯-২০০৩ রাত্রি ৯টা৩৬

সৌমিত্র রায় // নিয়মিত কবিতাচর্চা // সিংহপুর ০৩-০৯-২০০৩ রাত্রি ৯টা৩৬

নিয়মিত কবিতাচর্চা
সিংহপুর ০৩-০৯-২০০৩ রাত্রি ৯টা৩৬ ॥ বাতাস সবার স্বর সঞ্চারিত করে আপন স্পন্দনে আমার স্পন্দিত স্বপ্ন মিশে যায় বাতির আলোয়, পুড়ে ছাই হয় আশ্রিত অবাঞ্ছিত অন্ধকার, বাতাস পারো কি তোমার স্বপ্ন এভাবে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে নিতে, বিশ্বের বিচিত্র কণ্ঠস্বরে হেঁটে বেড়ায় মেঘ মেঘের ছায়া, দু-চোখ বুজলে দেখি কবি পুস্কিনের স্মৃতিস্তম্ভের ছায়ায় প্রাচ্যের শুভেচ্ছা, আমি বেশ আছি পুস্কিন, টেবিলে খবরবন্দি ধর্ষণের আর্তনাদ, কানে বাজে বিস্ফোরণের আওয়াজ, পাশ কেটে ঘরে ফিরি জনযুদ্ধকৃত হুমকি-লাশ দেখে, বাতাসে ইচ্ছার তুলি টানি, যা খুশি, তারাস বুলবার সাথে পাড়ি দিই সেচ-এ, রে পাষাণ সময় তোমার মসৃণ স্পন্দনে লুকিয়ে থাকা কঠোরতা আমাদের ঘুম কেড়ে নেয়, তবুও জল স্বাচ্ছন্দ্য তরলতায়, তবুও ভোরেই স্বপ্ন ভিড় করে, আমাদের স্বপ্ন ভেজা শিশিরের স্বাচ্ছন্দ্য তরলতায় সরলতায়, পাষাণ বরফে বদ্ধ নয় ৷

 

২০০৩ সালে ভয়েস অব রাশিয়ায় প্রচারিত , পরে কবিতা পাক্ষিক পত্রিকায় প্রকাশিত ও ‘হিজিবিজি’ গ্রন্থে গ্রন্থিত আমার কবিতা ৷ আপনাদের জন্য তারই একটি ৷

Check Also

ePoems(Edi:SRoy) 2G.1

ePoems(Edi:SRoy)// Soumitra Roy@Pahara … Kuyar jol theke sokal belar baspo amar gaa theke uriye niye …

Poshaker itihas.

Jekono poshaker itihas. itihas. Jiboner.