১৯শে মে ঐতিহাসিক বাংলা মাতৃভাষা শহীদ দিবস। ১৯৬১ সালে ১৯শে মে আসামের বরাক উপত্যকার শিলচরে বাংলা ভাষা রক্ষা করার আন্দোলনে ১১ জন শহীদ হয়েছিলেন । শহীদ হয়েছিলেন বিশ্বের প্রথম মহিলা ভাষাশহীদ কমলা ভট্টাচায । শহীদ হয়েছিলেন হিতেশ বিশ্বাস কানাইলাল নিয়োগী সুনীল সরকার সুকোমল পুরকায়স্থ তরণী দেবনাথ শচীন্দ্র পাল কুমুদরঞ্জন দাস সত্যেন্দ্র দেব বীরেন্দ্র সূত্রধর চণ্ডীচরণ সূত্রধর । এই অমর শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি ।
Check Also
কাজী নজরুল ইসলাম-এর ১১৬তম জন্মজয়ন্তী
আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর ১১৬তম জন্মজয়ন্তীতে কবির প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাই । …
i-সোসাইটি দিবসের আড্ডা
আজ শনিবার । আজ সকাল ১০ টায় i-সোসাইটি দিবসের আড্ডা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের সরগম …