Breaking News
Home / কবিতা / দেবাশিস মুখোপাধ্যায়-এর কবিতা

দেবাশিস মুখোপাধ্যায়-এর কবিতা

পাখি বিষয়ক নয়

 

১। পাখিটি মর্জিনা পোষে নি পাখিটির স্বভাবদোষ ওড়া পাখিটির স্বভাব দোষ গাওয়া কালরাতে যে বিড়াল এসেছিল মর্জিনাকে খেতে অন্ধঘরে সে পাখিটাকেও খেয়ে চলে গেছে ছেঁড়া পালকই গাইছে উড়তে উড়তে ….,,,,

২। গান বিষয়ক নয় পুকুরের জলসাঘরে সাউন্ডবক্সের ছায়া সন্ধ্যার ঝিকিমিক চাঁদ মাধবীরাত গায় মাধবীলতার উচ্ছেদে কেউ শীতল মাধবীর ভূগোলে পাহাড় পড়ে উপত্যকার দিকে উষ্ণতা ফুটিয়ে নিলে সুস্বাদু হয়ে ওঠে মাংস ……