Breaking News
Home / জীবনী / দেবাশিস মুখোপাধ্যায়

দেবাশিস মুখোপাধ্যায়

জন্ম 11.7.1969 কুলটি , বর্ধমানে । সেখানে পড়াশুনা এবং সান্নিধ্য কবি মতি মুখোপাধ্যায় , বিকাশ গায়েন এবং প্রথম কলকাতার ইন্দ্রাণী পত্রিকায় 1983 তে। বি বি কলেজ , আসানসোল থেকে ইংরেজি সাহিত্যে সান্মানিক । সংস্পর্শে আসা অসীমকৃষ্ণ দত্ত , উদয়ন ঘোষ , প্রদীপ দাশশর্মা প্রভৃতির সঙ্গে । বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ । চাকরি না ট্যুইশন করতে করতে কবিতাকে বিদায় জানানো । তারপর প্রথম কবিতার বই প্রকাশ :- কবিতার এক খন্ড মুখ (1997) । এরপর চাকরি বাগনান হাওড়ায় আর আবার লেখায় ফেরা এবং বই প্রকাশ । কাব্য গ্রন্থ :- আজকাল পরশুর গল্প , চাঁপা ফুল ও এক প্রেমিক ভিখিরি , শূন্য কিন্তু শূন্য নয়, নদী যা পারে না, বিষন্ন রেখার পারে , ভূমিকা প্রেমের কবিতার এবং ভেনাস বিউটি পার্লার । সম্পাদনা একটি অনিয়মিত পত্রিকা বন্ধুতার ।

দেবাশিস মুখোপাধ্যায় । সপরিবারে ।
দেবাশিস মুখোপাধ্যায় । সপরিবারে ।