Breaking News
Home / i-সোসাইটি দিবস / ১৯শে মে ঐতিহাসিক বাংলা মাতৃভাষা শহীদ দিবস।

১৯শে মে ঐতিহাসিক বাংলা মাতৃভাষা শহীদ দিবস।

১৯শে মে ঐতিহাসিক বাংলা মাতৃভাষা শহীদ দিবস। ১৯৬১ সালে ১৯শে মে আসামের বরাক উপত্যকার শিলচরে বাংলা ভাষা রক্ষা করার আন্দোলনে ১১ জন শহীদ হয়েছিলেন । শহীদ হয়েছিলেন বিশ্বের প্রথম মহিলা ভাষাশহীদ কমলা ভট্টাচায । শহীদ হয়েছিলেন হিতেশ বিশ্বাস কানাইলাল নিয়োগী সুনীল সরকার সুকোমল পুরকায়স্থ তরণী দেবনাথ শচীন্দ্র পাল কুমুদরঞ্জন দাস সত্যেন্দ্র দেব বীরেন্দ্র সূত্রধর চণ্ডীচরণ সূত্রধর । এই অমর শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি ।

১৯শে মে ঐতিহাসিক বাংলা মাতৃভাষা শহীদ দিবস পালন করছি মেদিনীপুর শহরের সরগম মোড়ে । আমরা মিলিত হচ্ছি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ।

১৯শে মে বাংলা মাতৃভাষা শহীদ
১৯শে মে বাংলা মাতৃভাষা শহীদ

Check Also

i-সোসাইটি দিবসের সংবাদ

কাজী নজরুল ইসলাম-এর ১১৬তম জন্মজয়ন্তী

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর ১১৬তম জন্মজয়ন্তীতে কবির প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাই । …