Breaking News

উন্নয়ন

উন্নয়ন

গ্রামগুলি উপদ্বীপ পথ নাই তার
বিশ্বভুবন চারপাশে, যায় না পারাপার ।
দেহগুলি শীর্ণকায় মুখ করি ভার
যায়নাকো নেচে নেচে ভোট দিতে আর ।
সহস্র প্রতিশ্রুতি ভাসিয়ে বাতাসে
কত শত রাজনেতা যায় আর আসে ।
ভোট আসে ভোট যায় কত কি পাল্টায়
গ্রামের চেহারা তবু একই রয়ে যায় ।
রাস্তা নেই, জল নেই, নেই বিদ্যুৎ
নিজেদের মনে হয় মানুষ না ভূত ।

স্কুলে যেতে পথে পড়ে ছোটো খাল খানি
বর্ষায় ভরে যায় গলা ভরা পানি ।
চারমাস থাকে জল , বন্ধ হয় স্কুল
এই গ্রামে জন্মানোর গুনতে হয় মাশুল ।
রুগি যায় বাঁকে চড়ে পার হয় জল
তিনদিক জঙ্গলে ঘেরা এইটুকু সম্বল ।
দিবা-নিশি বাস করা সাপ ব্যাঙ লয়ে
ফসল পড়ে থাকে সারি সারি দিয়ে ।
রাস্তা-জল-বিদ্যুৎ দাবি ছিল তিন
রাজনীতির থেলায় আজ সকলই বিলীন ।

বিদ্যুতের খুঁটি দাঁড়িয়েছে উঠি বছর পাঁচেক আগে
একাকী দাঁড়িয়ে অপেক্ষমান, তার কখন লাগে ।
ইট পাথরও পড়ে ছিল বছর দুই হল
সবই গেল জলের তোড়ে কাজে না লাগলো ।
নলকূপের গর্ত কাটা হয়েছে মাস ছয় আগে
নল তাতে লাগছে নাকো এষ্টিমেটের গোলযোগে ।
পুকুরের জলে নিত্যকর্ম , পুকুরেরই জলে স্নান
পুকুরের জলই অমৃত ভেবে করতে হচ্ছে পান ।
বাতি আর জ্বলে নাই কেরসিনের অভাবে
জল ভেঙ্গে রেশনে যাওয়া, তাও তো ঠকাবে ।

সর্বত্র বঞ্চনা, অবহেলা আর উপেক্ষা
অপমান গায়ে মেখে নিত্যদিন থাকা ।
মানুষ মানুষকে অমানুষ ভেবে
নিত্যদিন যন্ত্রণা দিচ্ছে নীরবে ।
প্রকৃতি মমতাময়ী সবারে সমান
করিছে সকলি কিছু মুক্ত হস্তে দান ।
প্রকৃতির অপার স্নেহ মহান হৃদয়
তার কাছে শিখতে হবে সাম্য ছন্দ লয় ।
মানুষ হইতে হবে সাম্যের নীতি মানি
অসাম্যের উন্নতি সেতো মনুষ্যত্বেরই হানি ।।

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …