ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা
তারও বয়স হয়েছে এখন যথেষ্ট
তবু তার কাছে আমি ঋণী, কারণ
সে বন্ধু স্থানীয় ।
তারও আগে বোধের অতীত যে বয়স পেয়েছিলাম
সেও লিভিং রুম থেকে ঘষটে কখনো বা মেরুদণ্ড সোজা রেখে
কিচেন পর্যন্ত আসা যাওয়া করছে
বাৎসল্য সনাতন ।
এখন আমি মহা ভিড়ের একজন
পায়ে সু । সু য়ে ভিতরে মোজা…চোখ,
সমস্ত বিশ্বসংসার ক্ষয় করছে ।
ধুলোর আস্তরণ আর পুরানো বইয়ে পাতায় শঙ্খ ও পদ্মের চিহ্ন
তথাপি মন্থন প্রক্রিয়া বন্ধ হয়নি কখনো
মনের উত্তাল তরঙ্গে নীরবে পান করছি অমৃতের সন্ধান ।
Check Also
মহানুভব
জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …
দৃশ্য
যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …