Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / আত্মকর্ম্ম

আত্মকর্ম্ম

আসন্ন বিচ্ছেদের আসংখ্যায় যখন মেতে উঠি
সভ্যতার দুঃখদায়ী সারল্য কম্পিত হয়
সব থেকে সুন্দর প্রিয় ঘরটি হয় অগোছালো
কোথাও যেন ঝড় শান্ত হয়, নেমে আসে আশ্চর্য নীরবতা
বাড়তে থাকে । বাড়তেই থাকে নীরবতা
আর চোখের দৃষ্টিতে নেমে আসে অন্ধকার, নিরবিচ্ছিন্ন ।
অনুভূতির উপাদান পুঞ্জিভূত হয়, আলোকের তরঙ্গমালায় ।
দিগ্ শূন্য সেই নিষ্ঠুর আকাশে মৃদু, মৃদু অলৌকিক ঝঙ্কার
তার উত্তাপ নাই । দ্বেষ-বিদ্বেষ নাই । নেই কোনও ভিন্নতা ।
শুধু আলোর সুদূর ব্যাপ্তি জুড়ে রচিত হয় এক অখণ্ড মহান তৃপ্তি ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …