Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / অ্যাকটি বাজে শব্দর জন্ম

অ্যাকটি বাজে শব্দর জন্ম

গত রাত, ভয়ের তরাসে কাটালাম
ভয় উঁচু পাহাড়ের মতন আকাশ ছোঁয়া
তার উপর ঠাণ্ডা বরফের কুঁচি
চুমুক দিয়ে বাতাস, তির তির কাঁপে
আর আমার গা-এ কাঁপন ধরায় ।
শৃগালের ডাকে বেড়ে ওঠে ভয়
কার্নিশ থেকে উড়ে যায় ভয়
হৃৎপিণ্ডের শব্দেও ভয় বাড়ছে
ভয় মেখে রয়েছে ঠাণ্ডা, তাই উত্তাপের সন্ধানে
আগুনে পোড়াই ঘর, ঘর ভরতি অ্যাকাধিক দ্রব….

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *