Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / গত রাত । মুঠো,মুঠো ঘুম

গত রাত । মুঠো,মুঠো ঘুম

গত রাত । মুঠো,মুঠো ঘুম
বালিশে বিছানায় ।
বইয়ের পাতা ছুঁয়ে গেছে
বই খোলা অবস্থায় বুকের উপর রাখা
মাথা বালিশে ।
বন্ধ জানালায় উঁকি দিয়ে হামা গুঁড়ি দ্যায়
দেওয়ালে টাঙ্গানো ফটো ফ্রেম ।
ঘুমের আবেশে দেখি
আমার শরীরে বাসা বেঁধেছে রাত্রির যতসব লঘু শব্দ
আর প্রকাণ্ড পরিধির মাঝে খর্বকায় চাঁদ ।
গত রাত, ঘুমের রাত্রি ছিল ।
আমি উলঙ্গ ছিলাম ।
ঘর ছিল ।
ঘরের মেঝে ।
দেওয়াল । ছাদ । জানালা । বিছানা । বালিশ
আমি ছিলাম না
শুধু ছিল
আমার অক্ষত লাশ ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …