Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / না, এভাবে বলা ঠিক না

না, এভাবে বলা ঠিক না

পাশাপাশি ।
তুমি না হে, আমি ।
আমি মানুষ মুখো
উড়ন্ত মাছির ডানায় কলেরার বীজ ।
দিন বদলের ছিঁটে পড়ে, আমার বায়ুমণ্ডল সংক্রামিত ।
তথাপি
আমরা পাশাপাশি ।
আমার পাশে তুমি । তোমার পাশে আমি ।
তেলে ভাজা অপেক্ষা, বিধিসম্মত খাবার পছন্দ কর ।
তবু, অপেক্ষায় থাকি ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …