Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / ঘুমের বিস্তারের সীমানা অনন্ত

ঘুমের বিস্তারের সীমানা অনন্ত

হাঁটা পথ । হাঁটা পথ…..রাস্তা ।
রাস্তা শহর মুখো । টাউন অতিক্রম কোরে গ্রাম ।
গ্রাম শহর ।
মাঝখানে অ্যাক দিগন্ত ।
দিগন্ত । আমাকে মোহিত করছে আর আমি, মুগ্ধ হচ্ছি ।
মুগ্ধতার মধ্যে রূপান্তরের চিহ্ন ।
তোমার । নাহ ।
বনান্তর । সংরক্ষিত সীমানা । মানুষ ও স্থাপত্য ।
আমি তুমি হয়ে যাচ্ছি । ক্রমশ……
আর আমার মধ্যে চিহ্ন হয়ে উঠছে
অ্যাক ঘুম
অ্যাক না-রূপান্তরের ঘুম ।
ঘুমের জীবন
ঘুম ভাঙছে না । জাগতে চাই ।
ঘুমের সৌন্দর্য তুমি হয়ে উঠছে ।
তুমি আসলে আমার ঘুম ।
ঘুমের বিস্তারের সীমানা অনন্ত………….

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …