Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / গভীর নির্লিপ্ততায় মগ্ন

গভীর নির্লিপ্ততায় মগ্ন

চোখ চেয়ে অথবা ঢুলু ঢুলু ।
আলোর শরীরে ডুবে যাচ্ছে স্থাবর অস্থাবর
অস্তিত্বের উপাদেয় ডাটা ।
রূপকের আড়াল থেকে প্রকাশিত বৈশাখী উপাদান ।
ছিঁড়ে যাওয়া পাতার গন্ধ, ইলেকট্রিক পোষ্টের পাশে সমাধিস্থ ।
মাটি । কাদা । ছেঁড়া তার ।
এলো মেলো, গুছানো মধ্যবয়স ।
টপলেশ, হ্যাঙ্গারে আটকে থাকা বোধ
গভীর নির্লিপ্ততায় মগ্ন ।
আলোর তরঙ্গে মিশে যাচ্ছে ক্ষয়াটে সময়
সময়ের উপযোগী অ্যাকরাস অভিজ্ঞতা ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …