Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / মেরুদণ্ডের মত চড়ক কাঠটি সোজা ক্রমশ ঊর্ধ্বমুখী

মেরুদণ্ডের মত চড়ক কাঠটি সোজা ক্রমশ ঊর্ধ্বমুখী

চিৎকার । শব্দ + শব্দ ।
মানুষের
মাইকের শব্দ । হর্নের শব্দ ।
ঘোষকের ক্যাচারে কোন তার নেই ।
তবু
শব্দ ।
শব্দের মধ্যে মিশে যাচ্ছে ধুলো ।
পারফিউমের গন্ধ ।
ঢাকের শব্দ ।
পাঁপড়, ঝিলেপি , তেলেভাজা
জেলি, শশের গন্ধ ।
ভিড়ে হারিয়ে যাচ্ছি । ভিড় আমার মধ্যে হারিয়ে যাচ্ছে ।
আমার মধ্যে হারিয়ে যাচ্ছে
আমার বয়স,
অভিজ্ঞতা
মেরুদণ্ডের মত চড়ক কাঠটি সোজা ক্রমশ ঊর্ধ্বমুখী
আমর নিচে চিৎকার, শব্দ।
পাঁপড়, ঝিলেপি , তেলেভাজা
জেলি, শশের গন্ধ ।
ভিড় হরিয়ে যাচ্ছে ভিড়ে ।
ভিড়ের মধ্যে আমি । আমার মধ্যে ভিড়
ঢাকের শব্দ ।
শব্দ
মিলনের ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *