Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / জল-কাদা । কাদা-জল

জল-কাদা । কাদা-জল

জল-কাদা । কাদা-জল । ধুলো অ্যাখন, কাদা । জলে মিসে ।
ঝড় জল ঝাপটা । শক্ত হাতে ছাতা । রেন কোট । তবু জল
বিন্দু: আকারে মুখো-মুখি ।
ঝড় জল ঝাপটা শক্ত হাত ।
ভেঙে পড়ছে দৃষ্টি । দৃষ্টির প্রসারিত ডানা । ডানা জুড়ে
ভেঙে পড়ছে, অতিক্রান্ত বৃষ্টি দিনের অভিঙ্গতা ।
মাটিতে গেঁথে থাকা বাড়ি । বাড়ির দেওয়াল, দেওয়ালের রং ।
সমস্ত, সমস্ত জলময় ।
কাদা মেখে সাহসী হয়েছে অপেক্ষার উৎকণ্ঠা ।
অপেক্ষায় বাথরুম । বৃষ্টি দিনের বিছানা ।
জলের শব্দ । ঝড়ের শব্দ ।
মেঘের শব্দ ।
শব্দ, ঘুম । ঘুমের শব্দ । ঘুমিয়ে যায় ।
চারিদিকে অনন্ত ঘুম……………………….

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *