Breaking News
Home / TERMINOLOGY / // pসাহিত্য ও eসাহিত্য বলতে কী বোঝায় ?

// pসাহিত্য ও eসাহিত্য বলতে কী বোঝায় ?

pসাহিত্য
যে সমস্ত তথ্যসাহিত্য / iসাহিত্যের লিখনপদ্ধতি চিরাচরিত কাগজ-পেন। এবং প্রকাশমাধ্যম হিসেবে প্রধান্য পায় ছাপা কাগজ মাধ্যম তা-ই পি-সাহিত্য। তবে যেহেতু এই সাহিত্য গুণাবলিতে তথ্যচিন্তা বা iConcept-এ পরিপূর্ণ। এই সাহিত্য তথ্যসাহিত্য।

eসাহিত্য
যে সমস্ত তথ্যসাহিত্য / iসাহিত্যের রচনা ও প্রকাশ-প্রচারমাধ্যম কম্পিউটার-ইন্টারনেট সেসব ই-সাহিত্য।

একটু বিস্তারিত
ইতিহাস ঘাঁটলে দেখা যাবে লেখার মাধ্যম হিসেবে মানুষ ব্যবহার করেছে বিজ্ঞানের ক্রমবিবর্তিত অবদানকেই। শিলালিপি<ভুর্জপত্র<কাগজ ...যখন নতুন যে মাধ্যম বিজ্ঞান তুলে দিয়েছে মানুষের হাতে। মানুষ তা-ই স্বাচ্ছ্যন্দে গ্রহণ করেছে। আর বিজ্ঞানের সর্বসাম্প্রতিক অবদান হল কম্পিউটার ।সামনে মনিটর সাথে কি-বোর্ড মাউস ধরে মনইচ্ছা লেখা যায়। আর কোটি কোটি পাঠকের কাছে পৌছে দেওয়া যায় ইন্টারনেটের মাধ্যমে। নিমেষে। তবে যুগসন্ধিক্ষণে চিরকালই একটা সমস্যা থাকে। দীর্ঘদিন ধরে একটা মাধ্যমে অভ্যস্ত ব্যক্তিরা নতুন মাধ্যমে মননিবেশ করতে বেশ অস্বস্তি বোধ করেন। নতুন মাধ্যমের সমালোচনা করতেও পিছপা হন না। যেমনটা ঘটছে এই সময়ের সাহিত্যিকমহলেও।হয়তো দেখা যাবে আমাদের পশ্চিমবঙ্গে প্রতি ৫০০ জন কবিসাহিত্যিকের মধ্যে ১ জন মাউস কি-বোর্ডে সাহিত্য রচনা করছেন। সংখ্যাটা হয়তো আরো কম।আর সামান্য কিছুসংখ্যক প্রচারমাধ্যম হিসেবে ইন্টারনেট ব্যবহার করছেন।আর আমাদের মতো যৎসামান্য ২/৪ জন রচনা ও প্রকাশ-প্রচারমাধ্যম হিসেবে কম্পিউটার-ইন্টারনেটকেই বেছে নিয়েছি। এর পাশাপাশি আমরা অনেকেই যেমন মাউস কি-বোর্ডে লিখি, আবার তেমনই কাগজ পেনও অন্যতম মাধ্যম হিসেবে থাকছে। এসব কথা মাথায় রেখেই এই দুই ভাগ। চলছে... Sunday, July 03, 2011

Check Also

// তথ্যসাহিত্য / iসাহিত্য কী ?

তথ্যচিন্তা বা iConcept-এ পরিপূর্ণ সাহিত্য-ই হল তথ্যসাহিত্য / iসাহিত্য । Sunday, July 03, 2011

// ব্রাউজ মোড / Browse Mode কী?

ব্রাউজ মোড / Browse Mode হল এই যুগ/ i-যুগ-এর উন্মুক্ত লিখনরীতি।যার সৃষ্টিতেও সুনির্দিষ্ট কোনো ব্যকরণ …