Breaking News

বিষন্ন বেডরুম

আমার বেডরুম । আমি । জানালার তার ফুঁড়ে আসা চাঁদের আলো । আমার রাত্রিবাস ।
এত কিছু । একসাথে থাকি ।
তবু একা ।

তবু । আমরা প্রত্যেকেই । যে যার জায়গায় । একা ।
তীব্রভাবে একা ।
একা একা ঘুমিয়ে কাটাই । রাত ।

গত বছর দৈনিকের পাতায় | প্রথম প্রকাশ | Monday, February 06, 2012 | যাঁরা ‘ আরো সহজ ‘ হতে চেয়েছেন

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *