মিলি সেনগুপ্ত :: রবিবার ছুটির দিন থাকায় বইমেলা প্রাঙ্গণে বই প্রেমিদের ছিল উপচে পড়া ভিড় । ছোট থেকে বড় সকলকে দেখা যায় হাসি মুখে স্টল থেকে স্টলে ঘুরতে । প্রত্যেকে তার প্রয়োজনীয় বইটি ক্রয় করতে ছুটে বেড়াচ্ছে এক স্টল থেকে অন্য স্টলে । লিটল ম্যগাজিন স্টলে ছিল আজ প্রতিদিন কার মত আড্ডা । বইমেলার মুক্তমঞ্চে কবি দিব্যেন্দু নাগ এর স্মরণে আমন্ত্রিত কবিসন্মেলন অনুষ্ঠিত হয় । সন্ধ্যা থেকে কবিদের কবিতায় আকাশ বাতাস যেন মুখরিত ছিল ।
Check Also
আগরতলা বইমেলার ৪র্থ দিন
রাজেশচন্দ্র দেবনাথ :: ২০ তারিখ ছিল আগরতলা বইমেলার ৪র্থ দিন । দিন যত যাচ্ছে মেলায় …
আগরতলা বইমেলার ৩য় দিন
১৯.০৩.২০১৩ :: আজ ছিল আগরতলা বইমেলার ৩য় দিন । মেলার প্রথম থেকে বইপ্রেমীদের ছিল উপচে …