বাংলাদেশের পর ভারতে প্রকাশিত হলো সোনালি ধুলো
মিলি সেনগুপ্ত :: ভারত ও বাংলাদেশের তরুণ কবিদের নির্বাচিত কবিতা সংকলন সোনালি ধুলো বাংলাদেশের অমর ২১ শে বই মেলায় প্রকাশিত হবার পর ভারতে বইটির মলাট উন্মোচিত হয় ২৩ মার্চ । বইটির সম্পাদনায় রয়েছেন তরুণ কবি রাজেশ চন্দ্র দেবনাথ ও নাজমুল হাসান ।শনিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে বইটির আবরণ উন্মোচন করেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী সহিদ চৌধুরি । বইটির আবরণ উন্মোচন করে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আজকের দিনে নবীন লেখকদের তুলে আনা অবশ্যই প্রয়োজন ।বাংলাদেশের কবি নাজমুল হাসান এবং রাজ্যের তরুণ কবি রাজেশ চন্দ্র দেবনাথ দুই দেশের তরুণ কবিদের নিয়ে দুর্দান্ত কাজ করেছেন বলে তিনি মত প্রকাশ করেন ।তিনি বলেন সংস্কৃতির বিকাশ প্রয়োজন । আর এ বিষয়ে অবশ্যই এগিয়ে আসতে হবে লেখকদের । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য যোজনা পর্ষদের ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট কবি অনিল সরকার । অনুষ্ঠানে তিনিও দুই তরুন কবির বিপুল প্রশংসা করেন । সোনালি ধুলো বইটি প্রকাশক হলো জ্ঞান বীক্ষন প্রকাশনী ।
সোনালী ধূলো- নামটি অনেক সুন্দর। শুভেচ্ছা কবি বাংলাদেশের কবি নাজমুল হাসান এবং রাজ্যের তরুণ কবি রাজেশ চন্দ্র দেবনাথ’কে তাঁদের এই প্রসংশনীয় প্রয়াসের জন্য।