রাজেশচন্দ্র দেবনাথ :: ২০ তারিখ ছিল আগরতলা বইমেলার ৪র্থ দিন । দিন যত যাচ্ছে মেলায় বই প্রেমিদের সংখ্যা ততই বাড়ছে । বিকেল থেকেই মেলায় ছিল উপছে পড়া ভীড় । প্রতিটি স্টলে স্টলে ছিল ছোট থেকে বড়দের সকলের ভীড়। প্রত্যেকেই তার প্রিয় লেখকের বইটি জন্য হন্য হয়ে ঘুরতে দেখা যায় মেলায় । মেলায় বই মেলার মুক্ত মঞ্চে আজ আলোচনার বিষয় ছিল জাতীয় গণিত বর্ষ গণিত প্রতিভা রামানুজন । আলোচনায় অংশ নেয় ড.শ্যামল চক্রবর্তী সহ আরো অনেকে । বক্তারা তাদের আলোচনায় বলেন গণিতের জনপ্রিয়তা বাড়ানো , গণিত সমন্ধে অহেতুক ভীতি দূরীকরণের জন্য প্রয়োজন গণিতের প্রচার ও প্রসার । এ দিকে আজ মেলায় লিটল ম্যাগাজিন স্টলে নাট্যভুমি গ্রুপ থিয়েটারের বিশেষ ক্রোড়পত্র নাট্য আনন প্রকাশিত হয় ।এর আবরণ উন্মোচন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ত সরোজ চৌধুরী ও কবি নকুল রায় ।মেলার ২য় দিনে বই বিক্রি হয় মোট ১০ লক্ষ ৪৩ হাজার ২২ টাকার ।
আগরতলা বইমেলার ৪র্থ দিন
Rajesh chandra Debnath March 21, 2013NEWS, Rajesh Chandra Debnath :: রাজেশচন্দ্র দেবনাথ1,561 Views
2013-03-21