Breaking News
Home / NEWS / বইমেলার ২য় দিন

বইমেলার ২য় দিন

আজ ছিল আগরতলা বইমেলার ২য় দিন। মেলায় প্রথম থেকে ছিল বই প্রেমিদের উপছে পড়া ভীড় । গতকালের প্রচণ্ড ঝড় বৃষ্টির পর স্বাভাবিক ভাবে আজ মেলায় বই প্রেমিদের মুখে ছিল হাসি । মেলা উপলক্ষে সন্ধ্যা ৬ টায় আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা বানী প্রকাশনির এক গুচ্ছ বই প্রকাশিত হয় । অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা । এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সংগীত মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ রামেশর ভট্টাচার্য , বিশিষ্ট প্রাবন্ধিক ড. ব্রজগোপাল রায় প্রমুখ । অনুষ্ঠানে যে বইগুলো প্রকাশিত হয় সে গুলো হল বিমলেন্দ্র চক্রবর্তীর অল্প গল্প , ড.শেখর রায় এর শিখরের সন্ধানে বাংলা নাটক, শ্যামল ভট্টাচার্যের পাঠপ্রতিক্রিয়া , প্রীতম ভট্টাচার্যের জ্ঞান বিজ্ঞানের জানা অজানা , এল.বীরমঙ্গল সিংহ এর কিছু রেখা কিছু জীবন (বাংলা অনুবাদ ) ।. এ ছাড়া ও মেলায় যে সব লিটল ম্যাগাজিন এর আত্ম প্রকাশ হয়েছে সে গুলো হলও ডানা, বজ্রকন্ঠ , পাগল বনে , বাশিওয়ালা , আবহ , রচয়িতা , রসমালাই , শঙ্খচিল । উল্লেখ্য ১৯৮১ তে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণে শুরু হয়েছিল প্রথম আগরতলা বইমেলা। যা ৩১ শে পা দিয়ে শিশু উদ্যানে চলছে মহা সমারোহে ।

Check Also

নানান কর্মসূচি অনুষ্ঠানে পরিপূর্ণ ছিলো আজকের বইমেলা প্রাঙ্গন ।

২৩.০৩.১৩ // রাজেশচন্দ্র দেবনাথ :: গতকাল কবি দিব্যেন্দু নাগ-এর মৃত্যুর পর বইমেলার কবি-শিল্পীদের মন ছিলো …

আগরতলা বইমেলার ৪র্থ দিন

রাজেশচন্দ্র দেবনাথ :: ২০ তারিখ ছিল আগরতলা বইমেলার ৪র্থ দিন । দিন যত যাচ্ছে মেলায় …